সরকারি চাকুরিতে কর্মরত অনেকেই ভাবেন ৫-২৪ বছরের যে কোন সময় চাকুরী স্বেচ্ছায় ছাড়লে পেনশনযোগ্য কাল টেবিল মোতাবেক হারে পেনশন প্রাপ্য হবেন। আসলে ব্যাপারটা তা নয়, ৫-২৪ বছর চাকুরীকাল পেনশন টেবিল সুস্থ্য ও চাকুরীক্ষম ব্যক্তির জন্য নয়-সরকারি চাকরি ছাড়লে পেনশন সুবিধা ২০২৪
তাহলে যে সবাই বলে ৫ বছর হলেই পেনশন? হ্যাঁ। কিন্তু এটি সুস্থ্য ও কর্মক্ষম চাকরিজীবীদের জন্য প্রযোজ্য নয়। ৫-২৪ বছরের পেনশনযোগ্য চাকরিকালের পেনশন কেবল মাত্র একজন সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে কিংবা সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড দ্বারা (শারিরিক ও মানসিক বৈকল্যের কারণে) স্থায়ীভাবে অক্ষম ঘোষিত হলে তার জন্য প্রযোজ্য হবে। স্থায়ী পদ বিলপ্তির কারনে চাকরি থেকে ছাঁটায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
২৫ বছর পূর্ণ হওয়ার পূর্বে ছাড়লে কিছু পাওয়া যাবে না? না। মৃত্যু বা মেডিকেল বোর্ড কর্তৃক অক্ষম ঘোষনা বা চাকরি হতে ছাটাইকরণ ব্যতীয় উক্ত সিডিউল প্রযোজ্য নয়। সংস্থাপন মন্ত্রণালয়ের ১১ ইং সেপ্টেম্বর, ১৯৮৮ তারিখের সম (বিধি-৪)/বিবিধ-৫১/৮৮-১০৪(৩০০) নম্বর আদেশ মোতাবেক ২৫ বৎসর চাকুরি সম্পন্ন করার পরে সরকারী কর্মচারীদের স্বেচ্ছায় অবসর গ্রহণ সম্পর্কে বলা হয়েছে।
বিএসআর এ কি বলা আছে? নিম্নস্বাক্ষকারী আদেশক্রমে জানাইতেছে যে, ১৯৭৪ সালে দি পাবলিক সার্ভেন্টস (রিটায়ারমেন্ট) আইনের ৯(১) ধারা অনুসারে (যাহা নিচে উদ্বৃত্ত হইল) উক্ত আইনে বর্ণিত একজন পাবলিক সার্ভেন্ট স্বেচ্ছায় অবসর গ্রহণ করিতে পারেন: “9. Optional retirement.-(1) A public Servant may opt to retire from service at any time after he has completed twenty five years of service by giving notice in writing to the appointment authority at least thirty days prior to the date of his intended retirement. Provided that such option once exercised shall be final and shall not be permitted to be modified or withdrawn.”
২। আইনের উক্ত বিধান অনুসারে একজন পাবলিক সার্ভেন্ট স্বেচ্ছায় অবসর গ্রহণের আবেদন করিলে উহা নিয়োগ কর্তৃপক্ষ অগ্রাহ্য করিতে পারেন কিনা এই প্রশ্নে সংস্থাপন মন্ত্রণালয় হইতে গত ৯-১০-১৯৮০ তারিখের স্মারক নং ইডি (আর-৭)-১আর-৬/৮০-৬৩ দ্বারা আইনগত পরিস্থিতি ব্যাখ্যা করা হয়। উহার পরে ৭ বৎসর অতিবাহিত হইয়াছে এবং এখনও একই পশ্ন উত্থাপন করিয়া উক্ত স্মারক বলবৎ আছে কিনা তাহা জানিতে চাওয়া হইতেছে।
৩। এই প্রসঙ্গে উক্ত ৯-১০-১৯৮০ তারিখের স্মারকের একটি অনুলিপি প্রেরণ করিয়া জানানো যাইতেছে যে উহা এখনও বলবৎ আছে।
৪। এই স্মারকের প্রাপ্তি স্বীকারের অনুরোধ করা হইল।
চাকুরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ার পূর্বে চাকুরী ছাড়লে পেনশন সুবিধা প্রাপ্য হবেন না বিস্তারিত জানতে গেজেট পড়ুন: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: ১৫ বছর চাকরির বয়স হলে কি পেনশনে যাওয়া যাবে না?
- উত্তর: না, যাওয়া যাবে না। ২৫ বছরের একদিন পূর্বেও পেনশনে যাওয়া যাবে না।
ইচ্ছে হল আর পেনশনে চলে গেলাম এমণ নয়, ২৫ বছর চাকরিপূর্ণ হওয়ার ১ (এক) পূর্বে স্বেচ্ছায় চাকরি ছাড়লে জিপিএফ আসল ছাড়া কোন সুবিধা পাওয়া যাবে না।
স্থায়ীপদ বিলুপ্তির কারণে ৫-২৪ বছরের পেনশন টেবিল প্রযোজ্য।
আসসালামু আলাইকুম,আমার প্রশ্ন হলো,আমি যদি ৩৫ বছর ০৪ মাস বয়সে সরকারি ৯ম গ্রেড চাকরিতে যোগদান করি,তাহলে ৫৯ বছর বয়স পর্যন্ত চাকরি করলে আমার চাকরিকাল ২৪ বছরের বেশি হবে না,সেক্ষেত্রে আমি অবসরকালীন কোন সরকারি সুবিধা পাব কী?
অবশ্যই পাবেন।
আমার প্রশ্ন হলো অবসরে যাওয়ার আগেই চাকুরি ছাড়লে আমি কি পেনশন সাথে সাথেই প্রাপ্ত হব,যদি এর মধ্যে ২৫ পূর্ণ হয়ে যায়। নাকি ৬০ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত পেনশন প্রাপ্ত হব না?
সাথে সাথেই পাবেন। ২৫ বছর চাকরি পূর্ণ হলে স্বেচ্ছায় পেনশনে যাওয়া যায় এবং অন্যেরা ৫৯ বছর পূর্ণ করলে যেমন আপনিও তেমন সকল সুবিধা পাবেন।
জনাব, আমি বাংলাদেশে সরকারি চাকরি ২৭ বছর পূর্ণ করেছি। এখন আমি স্বেচ্ছায় অবসরে যেতে ইচ্ছুক। এখন আমি কি ১০০% পেনশন সংক্রান্ত অর্থ তুলতে পারবো ? সত্তর উত্তর দিলে বাধিত হবো।
email :
Sir, I have completed 27 years in government service in Bangladesh. Now I am willing to go into voluntary retirement. Can I withdraw 100% pension now ? I will be grateful to you if you answer soon.
email :
জি। আপনি এখন স্বেচ্ছায় পেনশনে যেতে পারবেন। চাকরি শেষে পেনশনে গেলে যেমন সুবিধা পেতে ঠিক এখন স্বেচ্ছায় গেলেও একই সুবিধা পাবেন। মূল বেতনের ৯০% এর অর্ধেক পেনশন ও ২৩০ টাকা হারে ১ টাকার বিপরীতে আনুতোষিক পাবেন। এছাড়াও লাম্পগ্র্যান্ট ও পিআরএল ভোগ করবেন। এছাড়াও জিপিএফ সুদ সহ চূড়ান্ত উত্তোলন করতে পারবেন।