চিকিৎসা । আর্থিক সহায়তা

সরকারি কর্মচারী হাসপাতাল কার্ড ২০২৫ । মা-বাবাসহ ফ্রিতে শাশুড়ি-কেউ চিকিৎসা করানো যাবে?

সরকারি কর্মচারীর পরিবারের চিকিৎসা ও ঔষুধপত্র হাসপাতাল হতেই প্রদান করা হয়-পরিবার বলতে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন ভাই-বোন (অনুর্ধ্ব ১৮ বছর) ছাড়া অন্যরা অন্তর্ভূক্ত নয়- সরকারি কর্মচারী হাসপাতাল কার্ড ২০২৫

হসপিটাল কার্ড সবাইকে দিবে? না। শুধু কর্মচারী নিজে পাবে। কার্ড নম্বর দিয়ে সার্চ দিলে পরিবারের তথ্য আসবে। হাসপাতাল নীতিমালা অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তিবর্গ সরকারি কর্মচারীর পরিবারের সদস্য হিসাবে হাসপাতাল কার্ডে সংযুক্ত হতে পারবেন;

  • (অ) স্বামী/স্ত্রী;
  • (আ) ছেলে/মেয়ে (২৫ বছর বা অবিবাহিত পর্যন্ত অথবা শারীরিক/ মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন);
  • (ই) পিতা/মাতা;
  • (ঈ) শ্বশুর/শাশুড়ি;
  • (উ) নির্ভরশীল ভাই/বোন (শারীরিক/মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন)।

অফিসের প্রত্যয়পত্র লাগে? না। তবে কার্ড না থাকলে প্রত্যয়ন পত্র লাগবে। সরকারি কর্মচারীর নিজের এবং পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। কাগজপত্র দ্বারা পরিবারের সদস্য সেটি প্রমানক দিতে হয়। নির্ধারিত স্থানে ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙ্গিন ছবি করতে হবে। অফিস থেকে প্রত্যয়ন প্রাপ্তির উক্ত প্রত্যয়ন পত্র দাখিল করে নিজের রেজিস্ট্রেশন নিশ্চিত করবেন এবং তারপর পরিবারের সদস্যদের তথ্য প্রয়োজনীয় রেকর্ডপত্র সহ জমা দিয়ে তাঁদের নিবন্ধন সম্পন্ন করবেন।

স্বাস্থ্য সেবা কার্ড / আইডি নম্বর এর শেষের সংখ্যা পরিবারের সদস্য সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয়

কার্ড নিয়ে গিয়ে পরিবারের অন্য সদস্যগণও সেবা নিতে পারবেন। কার্ড এর আইডি নং দিয়ে সার্চ দিলেই পরিবারের তথ্য ও ছবি চলে আসবে। এক্ষেত্রে কর্মচারী সাথে না গেলেও সেবা ও ঔষুধ সংগ্রহ করতে পারবেন।

Caption: SKH Card

টিকিট কাটা ও সেবা গ্রহণ ২০২৫ । ১০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে

  1. হাসপাতালের দ্বিতীয় তলায় গিয়ে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হয়।
  2. তৃতীয় তলায় গিয়ে ডাক্তার প্রদত্ত টেস্ট করাতে হয়।
  3. বিনামূল্যে ষষ্ঠ তলায় গিয়ে আপনাকে ডেস পাচ কক্ষে ফরম জমা দিতে হবে।
  4. তৃতীয় তলায় শিশু বিভাগের পাশেই ক্যান্টিন রয়েছে অতিরিক্ত কোন খরচ করতে হয় না।
  5. আপনি চাইলে বেসিক টেস্ট বেসরকারিভাবে ৬৩০ টাকা দিয়ে করাতে পারেন
  6. বেসরকারি লোকও টাকা দিয়ে চিকিৎসা নিতে পারে দুপুরে একটা পর্যন্ত টিকিট দেওয়া হয়।
  7. দুপুর একটার পর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়

সব টেস্ট ফ্রি?

না। সরকারি কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ২৩তম সভায় উপস্থাপিত হলে ব্যববহুল বিবেচনায় MRI, CT Scan এবং Vitamin-D টেস্ট করার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের নিকট হতে সরকার নির্ধারিত ফি গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। গত 01/01/2025 তারিখ হতে MRI, CT Scan এবং Vitamin-D টেস্ট করার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের নিকট হতে সরকার নির্ধারিত ফি আদায় করছে।

পরিবার’ অর্থ নিম্নরূপ ব্যক্তি অথবা ব্যক্তিবর্গ:

(I) সরকারি কর্মচারীর স্ত্রী অথবা স্বামী;(II) সরকারি কর্মচারীর অবিবাহিত (অনূর্ধ্ব ২৫ বৎসর) নির্ভরশীল সন্তান;(III) সরকারি কর্মচারীর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান;
(IV) সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল (অনূর্ধ্ব ১৮ বৎসর) ভাইবোন;(V) পিতা-মাতা ও শ্বশুর-শাশুড়ি; 
   
সরকারি কর্মচারী হাসপাতাল নীতিমালা এখানে দেখুনসরকারি কর্মচারী হাসপাতাল, ঠিকানা: সরকারী কর্মচারী হাসপাতাল, কলেজ রোড, ঢাকা ১০০০ । ফুলবাড়িয়া, শাহবাগ থেকে কিছু দূরে। প্রেস ক্লাব ও সচিবালয়ের সাথেই।
সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য কার্ড ২০২৫ । সারা দেশের সব হাসপাতালে কি ব্যবহার করা যাবে?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *