গত ০২ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করার কথা ছিল- সরকার কি ওই তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব –স্মার্ট কার্ড ও ভোটার তালিকা ২০২৫
ভোটার তালিকা দেখা যাবে? ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৭(২) এবং ভোটার তালিকা বিধিমালা ২০১২ এর ১৪(১) অনুসারে আমি মোসাম্মৎ ফেরদৌসী বেগম, উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার, ঘিওর, মানিকগঞ্জ, ঘিওর উপজেলার ০৭টি ইউনিয়ন যথাক্রমে- বালিয়াখোড়া, বানিয়াজুরী, বড়টিয়া, ঘিওর, পয়লা, নালী, সিংজুরী ইউনিয়নের ০১-০৯ নম্বর ওয়ার্ডের ভোটার এলাকা সমূহের হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
সংশোধনের আবেদন কত তারিখের মধ্যে দাখিল করতে হবে? ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্তির দাবী অথবা অর্ন্তভুক্তির বিরুদ্ধে আপত্তি অথবা অর্ন্তভুক্তি বিষয় সম্পর্কে সংশোধনী দরখাস্ত অত্র বিজ্ঞপ্তি প্রকাশনার তারিখ হইতে পরবর্তী ১৫ (পনের) দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয় অথবা সংশোধনকারী কর্তৃপক্ষ (অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, মানিকগঞ্জ) কার্যালয়ে ব্যক্তিগত ভাবে অথবা ডাকযোগে দাখিল করিতে হইবে। অফিস সময়ে আমার কার্যালয়ে অথবা প্রকাশিত স্থান সমূহে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা দেখা যাইবে । যেমন- স্থানঃ উপজেলা নির্বাচন অফিস।
খসড়া তালিকা কি অনলাইনে প্রকাশ করা হয়েছে? না। আপনি যদি খসড়া তালিকা দেখতে চান তবে আপনার সংশ্লিষ্ট উপজেলায় নির্বাচন কমিশন অফিসে সশরীরে গিয়ে দেখতে হবে এবং যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে সংশোধনের জন্য আপনাকে আবেদন করতে হবে। তথ্য সংশোধনীর আবেদন আপনি নিজে গিয়ে জমা দিয়ে আসতে পারেন অথবা ডাকযোগেও নির্বাচন কমিশনার বরাবর প্রেরণ করতে পারেন। অনলাইনে সার্চ দিয়ে পূর্বের চূড়ান্ত কপি পাওয়া গেলেও খসড়া কপি পাওয়া যায়নি।
অনলাইনে কি খসড়া ভোটার তালিকা দেখা যায় । না। তবে কোন কোন ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে গিয়ে ইতোপূর্বে চূড়ান্ত হওয়া ভোটার তালিকা দেখা যায়
আপনার ইউনিয়ন পরিষদের বিভিন্ন তালিকা নামক ক্যাটাগরিতে গিয়ে আপনি ভোটার তালিকা, বয়স্ক ভাতা তালিকা, মাতৃত্বকালীন ভাতা তালিকা ইত্যাদি দেখতে পারেন। খসড়া ভোটার তালিকা প্রকাশ এক দশমিক পাঁচ শতাংশ বেড়ে দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখের বেশি।
Caption: Voter List Notice
ভোটার তালিকা ২০২৫ । যেভাবে আপনি অনলাইন হতে ভোটার তালিকা ডাউনলোড করবেন
- প্রথমে সনমানিয়া ইউনিয়ন বা আপনার ইউনিয়নের নাম লিখে গুগল করুন অথবা www.bangladesh.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন।
- সরাসরি সার্চ রেজাল্ট থেকে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে চলে যান অথবা জাতীয় তথ্য বাতায়ন থেকে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ সিলেক্ট করে ইউনিয়ন পরিষদ নির্বাচন করে ওয়েবসাইটে যান।
- উপরের মেন্যু থেকে বিভিন্ন তালিকা তে পয়েন্টার রেখে চূড়ান্ত ভোটার তালিকা তে ক্লিক করুন।
- তালিকা থেকে কাঙ্খিত তালিকা তে ক্লিক করলে ডাউনলোড হবে।
- যেখানে নাম, পিতা মাতার নাম, ঠিকানা, ভোটার নং, ভোটার সিরিয়াল নং ইত্যাদি সমস্ত তথ্য গ্রাম সহ দেয়া থাকবে।
বাংলাদেশে ভোটার হতে কি কি কাগজপত্র লাগে?
নতুন ভোটার এর আবেদন এবং নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেসব কাগজপত্র লাগে তা হলো ১। অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি। ২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)। ৩। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র। ৪। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (বিবাহিতদের ক্ষেত্রে)। ৫। নাগরিকত্ব সনদ। ৬। বিদ্যুৎ বিল। ৭। চৌকিদারী ট্যাক্সের সনদ। ৯। পূর্বে কখনো ভোটার হন নি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়ন। ১০। সরকারি হাসপাতাল প্রদত্ত রক্তের গ্রুপ পরীক্ষার সনদ। https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে গিয়ে নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে হবে। এরপর পুরণকৃত ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। নতুন ভোটার নিবন্ধন প্রিন্টেড অনলাইন ফরমের ক্রমিক ৩৪,৩৫ এ পিতা/মাতা/স্বামীর আইডি নং ও স্বাক্ষর এবং ক্রমিক ৪০,৪১,৪২ এ চেয়ারম্যান/মেম্বারের নাম, আইডি নং এবং স্বাক্ষর ও সিল দিতে হবে। এরপর এস এম এস পাওয়ার পর অফিসে এসে বায়োমেট্রিক আপডেট করতে হবে।
ভোটার হওয়ার কতদিন পর স্মার্ট কার্ড পাওয়া যায়? আপনার স্লিপ নাম্বার ও জন্ম তারিখ যদি সঠিক থাকে। তাহলে খুব সহজেই ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বের করতে পারবেন। তবে স্মার্ট কার্ড পেতে আপনাকে ২-৬ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সাধারণত ভোটার হওয়ার কার্যক্রম শেষ হওয়ার পর স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এখনও অসংখ্য ভোটারদের স্মার্টকার্ড বিতরণ পেন্ডিং রয়েছে।
ক্রমিক নং | ওয়ার্ড | গ্রাম | ভোটার সংখ্যা |
১ | ০১ | চর ওয়াশপুর | ২০০০ জন |
২ | ০১ | মধ্যেরচর | ২৪০৯ জন |
৩ | ০১ | বালুর চর | ১৫৯১ জন |
৪ | ০১ | ঝাউচর | ৮৭৮ জন |
৫ | ০২ | হিজলা | ১৮৬৩ জন |
৬ | ০২ | ইউসুফ খাঁর গ্রাম | ৬৮৩ জন |
৭ | ০২ | আটি কুটি | ৬৫৭জন |
৮ | ০২ | মালকাদির মাষ্টার গ্রাম | ৭৯৯ জন |
৯ | ০২ | আমানত বেপারীর গ্রাম | ২৫৫ জন |
১০ | ০২ | টেবার গ্রাম | ৫২৩ জন |
১১ | ০২ | নুরারচর | ৪১০ জন |
১২ | ০২ | মোবারক বেপারীর গ্রাম | ৭৭০ জন |
১৩ | ০২ | হানিফ বেপারীর গ্রাম | ৪০৩ জন |
১৪ | ০৩ | পশ্চিম বামনশুর | ১১৩২ জন |
১৫ | ০৩ | পুর্ব বামনশুর | ৯৫৪ জন |
১৬ | ০৩ | আটি গ্রাম | ১৭৫৮ জন |
১৭ | ০৩ | কুলচর | ১৪৩১ জন |
১৮ | ০৩ | দাড়িপাড়া | ৮৩৭ জন |
১৯ | ০৩ | করিম হাজী গ্রাম | ১১০৫ জন |
২০ | ০৩ | জোয়াইল | ৩৯৪ জন |
২১ | ০৩ | পুরাতন পাচদোনা | ১০১৭ জন |
২২ | ০৩ | কানার গাঁও | ৪৭৩ জন |
২৩ | ০৪ | বাবুরগ্রাম | ৯০৪ জন |
২৪ | ০৪ | শিকারীটোলা | ১৯৪৭ জন |
২৫ | ০৪ | নাগদা | ৯৬৮ জন |
২৬ | ০৪ | বাহেরচর | ৫৮০ জন |
২৭ | ০৪ | গৌরশংগা | ২৬১ জন |
২৮ | ০৪ | রায়েরচর | ১৩৫৪ জন |
২৯ | ০৫ | নবাবচর | ১৬৪২ জন |
৩০ | ০৫ | নতুন ভাড়ালিয়া | ১৭৪৮ জন |
৩১ | ০৫ | পুরাতন ভাড়ালিয়া | ২৯২৭ জন |
৩২ | ০৫ | খোলামোড়া | ৪১৪৫ জন |
৩৩ | ০৬ | কাশিমালতা | ৫১২ জন |
৩৪ | ০৬ | নরন্ডি | ১২১০ জন |
৩৫ | ০৬ | বলসতা | ১৯৫৬ জন |
৩৬ | ০৬ | মালঞ্চ | ২২৫৩ জন |
৩৭ | ০৭ | অগ্রখোলা | ৫০৫ জন |
৩৮ | ০৭ | শাক্তা | ১৮৯২ জন |
৩৯ | ০৭ | বিরতুইল | ২৭৭ জন |
৪০ | ০৭ | মেকাইল | ৭৯৮ জন |
৪১ | ০৮ | রামেরকান্দা | ৩৬০ জন |
৪২ | ০৮ | বলরাম পুর | ৩৯৯ জন |
৪৩ | ০৮ | গোয়ালখালী | ৬১২ জন |
৪৪ | ০৮ | কামার্তা | ১২৫৩ জন |
৪৫ | ০৮ | কাকালিয়া | ৯৭ জন |
৪৬ | ০৮ | দক্ষিন রামের কান্দা | ২২৫৫ জন |
৪৭ | ০৯ | নারায়নপট্রি | ১১৮৭ জন |
৪৮ | ০৯ | উত্তর রামের কান্দা | ১৮৬৩ জন |