বৈষম্য । দাবীর খতিয়ান । পুন:বিবেচনা

সরকারি কর্মচারীদের প্রেস বিজ্ঞপ্তি ২০২৫ । “বিশেষ প্রণোদনা” এর বিষয়ে ১১-২০ গ্রেড গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে?

হ্যাঁ, সরকারি কর্মচারীদের মধ্যে, বিশেষ করে ১১-২০ গ্রেডের কর্মচারীদের মধ্যে “বিশেষ প্রণোদনা” এর বিষয়ে গভীর হতাশা ও ক্ষোভ রয়েছে। এর কারণ হল, সরকার কর্তৃক ঘোষিত বিশেষ প্রণোদনা শুধুমাত্র ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৫ শতাংশ হারে, যেখানে ১ম থেকে ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তাদের জন্য ১০ শতাংশ হারে দেওয়া হয়েছে-সরকারি কর্মচারীদের প্রেস বিজ্ঞপ্তি ২০২৫

সরকারি কর্মচারীদের দাবী কি ছিল? সরকার কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি, বেসামরিক,স্ব-শাসিত রাষ্ট্রায়ত্ব ও পেনশনভোগীদের জন্য “বিশেষ প্রণোদনা” এর বিষয়ে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ, গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে। উক্ত সংগঠন দুটো দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারিদের বেতন বৈষম্য দূরীকরন, বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল ঘোষনা, অন্তর্বর্তি সময়ের জন্য ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারিদের ৫০% মহার্ঘ ভাতা প্রদান,টাইম স্কেল সিলেকশন গ্রেড পূনর্বহাল, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে কর্মচারিদের অবর্ণনীয় দুঃখ-দূর্দশার কথাসহ বিভিন্ন দাবি তুলে ধরে আন্দোলন করে আসছে।

একজন কর্মচারীর ২৩৭ টাকা বৃদ্ধি? হ্যাঁ। সরকার মহার্ঘভাতা প্রদানের জন্য একটি কমিটি গঠণ করেছে।কিন্তু সেই কমিটিকে পাশ কাটিয়ে ফ্যাসিবাদি সরকারের মস্তিস্কপ্রসূত “বিশেষ প্রণোদনা” এর নামে ১১- ২০ গ্রেডের কর্মচারীদের সাথে আবারো বৈষম্য ও প্রহসন করা হলো। এই বিশেষ প্রণোদনায় একজন ২০তম গ্রেডের কর্মচারীর বেতন বেড়েছে মাত্র ২৩৭.৫০ টাকা!!ইতোপূর্বে কর্মচারীরা ৫% প্রণোদনা পেতেন যার নূন্যতম ছিল১০০০ টাকা,বর্তমানে ১৫% এ পাবেন ১২৩৭.৫০ টাকা, এর মানে তার নীট বেতন বাড়লো (১২৩৭.৫০-১০০০=২৩৭.৫০) টাকা!! এই প্রজ্ঞাপনের আরেকটি অবিবেচনাপ্রসূত দিক হলো নূন্যতম ১০০০ টাকা বৃদ্ধি!!! যেখানে ৫%বিশেষ প্রণোদনার ক্ষেত্রে নূন্যতম ১০০০ টাকা ছিল,সেখানে১৫% এর ক্ষেত্রেও নূন্যতম ১০০০ টাকা হাস্যকর বলে বিবেচিত, কেননা সব থেকে কম বেতন পাওয়া একজন ২০তম গ্রেডের কর্মচারীর ৮২৫০ টাকার ১৫% এ হয় ১২৩৭.৫০ টাকা সেখানে নূন্যতম ১০০০ টাকার স্লাব কার জন্য?? এ ধরনের প্রজ্ঞাপন হঠকারী অগ্রহনযোগ্য, তামাশামূলক।বর্তমান বাজারদরের সাথে এর কোন মিল নেই।

এখন তারা কি চায়? আমরা অবিলম্বে সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানাচ্ছি। একইসাথে ফ্যাসিবাদি সরকারের মস্তিস্কপ্রসূত “বিশেষ প্রণোদনা বাতিল করে ১১-২০ গ্রেড কর্মচারীদের জন্য ৫০% মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। ঈদের ছুটির প্রাক্কালে এধরনের প্রজ্ঞাপন কর্মচারীদের ব্যাপকভাবে হতাশ করেছে এছাড়া প্রজ্ঞাপনের জন্য এই সময়কে বেছে নেওয়ার মধ্যে দূরভিসন্ধি আছে বলে প্রতীয়মান হয়। সরকার এই সিদ্ধান্ত দ্রুত পূনর্বিবেচনা না করলে ঈদের ছুটির পরেই সকল কর্মচারিদের সাথে নিয়ে বৈষম্যমুক্ত পে-স্কেলের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। আমরা আশা করবো শান্তিতে নোবেলজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দাবিসমূহ মেনে নিয়ে দেশের মধ্যেও শান্তি স্থাপনে অনন্য নজির গড়বেন ও অবহেলিত কর্মচারিদের মূখে হাসি ফুটাবেন। উক্ত সংবাদ আপনার প্রিন্ট মিডিয়া/ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করে সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবী ফোরাম।

রাস্তায় আন্দোলন সংগ্রাম করে সরকারি ১১-২০ গ্রেডের কর্মচারীগণ আর সুবিধা ভোগ করে ঘরে বসে আমলারা এটি অন্যায্য এবং অমুলক । আজকের বাজার বিবেচনায় যে বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে তা বাতিলের সংশোধন বা বাতিল করা যেতে পারে।

সরকারি প্রজ্ঞাপনে একইসাথে ফ্যাসিবাদি সরকারের মস্তিস্কপ্রসূত “বিশেষ প্রণোদনা বাতিল করে ১১-২০ গ্রেড কর্মচারীদের জন্য ৫০% মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। ঈদের ছুটির প্রাক্কালে এধরনের প্রজ্ঞাপন কর্মচারীদের ব্যাপকভাবে হতাশ করেছে এছাড়া প্রজ্ঞাপনের জন্য এই সময়কে বেছে নেওয়ার মধ্যে দূরভিসন্ধি আছে বলে প্রতীয়মান হয়।

Caption: Press Release

সরকারি কর্মচারীদের হতাশা ও ক্ষোভের কারণ ২০২৫ । প্রেস বিজ্ঞপ্তি এই বিষয়ে সরকারি কর্মচারী সংগঠনগুলো বিভিন্ন সময়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাদের মূল দাবি হল, সকল গ্রেডের কর্মচারীদের জন্য সমান হারে প্রণোদনা দেওয়া হোক এবং মহার্ঘ ভাতার ব্যবস্থা করা হোক।

  1. অসম বিতরণ: ১১-২০ গ্রেডের কর্মচারীরা মনে করেন যে, তাদের জন্য প্রণোদনার হার অন্যান্য গ্রেডের তুলনায় বেশি হওয়া উচিত ছিল।
  2. অপ্রতুলতা: কিছু কর্মচারী মনে করেন যে, এই বিশেষ প্রণোদনা তাদের জীবনযাত্রার ব্যয় মেটাতে যথেষ্ট নয়।
  3. আন্দোলনের প্রস্তুতি: এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কিছু কর্মচারী আন্দোলন করার প্রস্তুতিও নিতে শুরু করেছেন।
  4. মহার্ঘ ভাতার পরিবর্তে বিশেষ প্রণোদনা: কিছু সূত্র থেকে জানা গেছে, সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার পরিবর্তে বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে, যা নিয়েও অসন্তোষ রয়েছে।

একজনের পাড়া আম অন্যজন কুড়িয়ে নিলো?

হ্যাঁ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটি আলোচনা হচ্ছে। আন্দোলন সভা সমাবেশ করেছে কর্মচারীগন আর বিশেষ সুবিধা পেল কর্মকর্তারা।  আন্দোলন করবেন আপনারা আর লাভ হবে আমলাদের পে-স্কেল দিলে ওনাদের আরো লাভ হবে বৈষম্য নিরসন হবে না নিশ্চিত তাই বাদ দেন আন্দোলন করবেন দ্রব্যমূল্য আগের ১৫ সালের আগে যেসব দ্রব্যমূল্য ছিল সেটা করার জন্য আন্দোলন করেন। ২০০/৩০০ বাড়াইয়া বাজার মূল্য অলরেডি বাড়িয়ে ফেলাইছে। ফাজলামি করা হচ্ছে কর্মচারীদের সাথে এমনটিও প্রেস রিলিজের নিচে মন্তব্য করছেন অনেকেই। আবার কেউ বলছেন, ভাই আর কিছু বলার নাই আল্লাহ বিচার করবেন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পোস্টের নিচে কমেন্টে করুন অথবা alaminmia.tangail@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।

One thought on “সরকারি কর্মচারীদের প্রেস বিজ্ঞপ্তি ২০২৫ । “বিশেষ প্রণোদনা” এর বিষয়ে ১১-২০ গ্রেড গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে?

  • রহমত উল্লাহ

    উর্ধতন কর্মকর্তাদের কেউ মনে হয় বিবেক নিয়ে জন্ম গ্রহণ করে নাই। ঈদের বোনাস নিয়ে একটা জালিয়াতি করলো আর এখন মহার্গ ভাতা নিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *