এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন শুরুই হয় ২২ হাজার টাকা থেকে তাই তাদের ক্ষেত্রে ১০০০ টাকা ন্যূনতম প্রযোজ্য হইবে না – Special Benefit for MPO
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণও পাবেন? – হ্যাঁ। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ ০১ জুলাই ২০২৩ হতে প্রতি বছর ০১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ৫ (পাঁচ) শতাংশ হারে, তবে ১,০০০ (এক হাজার) টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। সরকারি কর্মচারীদের মতও এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী ও শিক্ষকগণও বিশেষ সুবিধা ভাতা পাবেন।
এমপিও শিক্ষকদের বেতন শুরু কত টাকা থেকে? এমপিওভুক্ত কলেজের একজন প্রভাষকের মূল বেতন শুরু হয়২২ হাজার টাকা (নবম গ্রেড)। সহকারী অধ্যাপকেরা পান ৩৫ হাজার ৫০০ টাকা (ষষ্ঠ গ্রেড)। আর অধ্যক্ষগণ প্রায় ৫০ হাজার টাকা। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মূল বেতন হবে দশম গ্রেডে ১৬ হাজার টাকা। জ্যেষ্ঠ সহকারী শিক্ষক পান ২২ হাজার টাকা (নবম গ্রেড)। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রায় ৪ লাখ ৬৭ হাজার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন ও সাড়ে ১৩ হাজার কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন বেতন ভাতা পান।
বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা কত পান? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এ.পি.ও. নীতিমালা ২০২১ অনুসারে MPO ভূক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়। জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক মূল বেতন পান। প্রতিমাসে সরকারি অংশ সরকার সোনালী ব্যাংকে মাধ্যমে স্কুল বা কলেজকে পরিশোধ করে। সরকারি অংশ+স্কুল/কলেজ অংশ মিলে মূল বেতন গ্রেড অনুসারে, বাড়ি ভাড়া ভাতা ১০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা ইত্যাদি ভাতাদি পরিশোধ করা হয়।
এমপিও শিক্ষকগণও বিশেষ সুবিধা পাবেন/ প্রনোদনা বা বিশেষ সুবিধা এমপিও প্রতিষ্ঠানও পাবেন
একজন MPOভূক্ত নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষক নতুন যোগদানকালে ১২৫০০ মূল বেতন পান (সরকারি অংশ+বেসরকারি অংশ)
Caption: Special Benefit for MPO
বৈশাখী বা বাংলা নববর্ষ ভাতা পান কি এরা?
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীও ২০% হারে বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন। বর্তমান সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলো মূল বেতনের ২০% হারে বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন। এক্ষেত্রে ৮২৫০ টাকা মূল বেতন ধারী বছরে একবার ১৬৫০ টাকা পান এবং ৭১২০০ টাকা মূল বেতন ধারী ১৪২৪০ টাকা বাংলা নববর্ষ ভাতা হিসাবে প্রাপ্য হন।
উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কত টাকা বেতন পান?
একজন MPOভূক্ত নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষক নতুন যোগদানকালে ১২৫০০ মূল বেতন পান (সরকারি অংশ+বেসরকারি অংশ), বাড়ি ভাড়া ভাতা ১০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা পান। সেদিক থেকে হিসাব করলে ১২৫০০+১০০০+৫০০ = ১৪০০০ টাকা মাত্র বেতন ভাতা পেয়ে থাকেন।