আয়কর কর্তন বাধ্যতামূলক ২০২৫ । সরকারি কর্মচারীদের বেতন বিল দাখিলে জরুরি সতর্কতা অবলম্বন করতে হবে?
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের চলতি মাসের বেতন বিল দাখিলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইনে বেতন বিল সাবমিট করার সময় প্রযোজ্য আয়কর (Income Tax) কর্তনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যথায়, আয়কর কর্তন ব্যতিত দাখিলকৃত বেতন বিল বাতিল বা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি আইবাস++ (iBAS++) সিস্টেমে বিল সাবমিশনের সময় এই বিষয়টি পরিলক্ষিত হয়েছে। সরকারি নির্দেশনামতে, প্রত্যেক করযোগ্য সরকারি কর্মচারীর জন্য উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক।
যেভাবে আয়কর তথ্য হালনাগাদ করবেন
বেতন বিল প্রস্তুত ও দাখিলের সময় কর্মচারীদের নিচের ধাপগুলো অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে:
১. লগ-ইন: প্রথমে আইবাস++ (iBAS++) সিস্টেমে লগ-ইন করে ‘Budget Execution’ মডিউলে প্রবেশ করুন। ২. বিল সাবমিশন: মেনু থেকে ‘Pay Bill’ অপশনের অধীনে ‘Bill Submission’-এ ক্লিক করুন। ৩. সেটিংস অপশন: এরপর ‘Go’ বাটনে ক্লিক করার পর ‘Settings’ অপশনে যেতে হবে। ৪. আয়কর এন্ট্রি: সেখানে প্রদর্শিত তালিকায় ‘Income tax payable by individuals’ (কোড: ১০১-৪) ঘরটি খুঁজে বের করুন। ৫. সঠিক অঙ্ক বসান: আপনার প্রযোজ্য মাসিক আয়করের পরিমাণটি এডিট করে সঠিক অঙ্কটি বসান (যেমনটি ছবিতে ৩,৮৪২ টাকা দেখানো হয়েছে) এবং বিলটি দাখিল করুন।
কেন এটি জরুরি?
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সরকারি কর্মচারীদের বেতন থেকে প্রতি মাসে নির্ধারিত হারে আয়কর কর্তন নিশ্চিত করা জরুরি। যদি কোনো কর্মচারী বিল সাবমিশনের সময় সেটিংস থেকে আয়করের পরিমাণ উল্লেখ না করেন বা ‘শূন্য’ রাখেন, তবে সিস্টেম বা হিসাবরক্ষণ অফিস থেকে সেই বিল অনুমোদন না পাওয়ার ঝুঁকি থাকে। ফলশ্রুতিতে, যথাসময়ে বেতন প্রাপ্তিতে জটিলতা বা বিলম্ব ঘটতে পারে।
সংশ্লিষ্ট সকলকে চলতি মাসের বিল সাবমিট করার পূর্বেই তাদের আয়করের পরিমাণ যাচাই করে সঠিক তথ্য ইনপুট দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
একনজরে করণীয়:
বিল সাবমিশনের আগে Settings চেক করুন।
Income Tax (Code 101-4) এর ঘরে সঠিক টাকার পরিমাণ নিশ্চিত করুন।
আয়কর কর্তন ছাড়া বিল সাবমিট করা থেকে বিরত থাকুন।

বেতন কর্তন করে বিল দাখিল করতে হবে?
হ্যাঁ, অবশ্যই। আপনাকে বেতনের প্রযোজ্য আয়কর অংশটুকু (Income Tax) কর্তন করে বা সিস্টেমে সেই পরিমাণটি নিশ্চিত করে বিল দাখিল করতে হবে। আগের তথ্যে যেমন বলা হয়েছে:
কারণ: সরকারি কর্মচারীদের জন্য আয়কর কর্তন বাধ্যতামূলক।
ফলাফল: কর কর্তন ব্যতিরেকে বিল দাখিল করলে হিসাবরক্ষণ অফিস (Accounts Office) বিলটি আটকে দিতে পারে বা প্রত্যাখ্যান করতে পারে, যার ফলে বেতন পেতে বিলম্ব হবে।
বিল সাবমিশনের সময় Settings এ গিয়ে ‘Income tax payable by individuals’ (কোড: ১০১-৪) এর ঘরে সঠিক আয়করের অঙ্কটি (যেমনটি ছবিতে ৩,৮৪২ টাকা দেখাচ্ছিল) অবশ্যই নিশ্চিত করুন।


