আমাদের আয়ের সক্ষমতা সমান থাকে না। কখনও কমে বা কখনও বাড়ে, স্থায়ী ভাবে আয় কমে গেলে কিভাবে বাতিল করবেন টিন সার্টিফিকেট?
এ প্রশ্নে পড়ে যাই অনেকেই, প্রথমত কোথায় এবং কিভাবে আবেদন করতে হবে টিআইএন সার্টিফিকেট রেজিস্ট্রেশন বাতিলের জন্য। আদোও কি টিআইন নাম্বার বা সার্টিফিকেট বাতিল করা জরুরী? এসব প্রশ্নের উত্তর জানবো আজ।
টিআইএন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করলেই আয়কর দাখিল করতে হবে এ ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনার আয় আয়কর রিটার্ণ দাখিলের সীমার মধ্যে আছে কিনা দেখে নিতে হবে। প্রথমত মাসিক আয় ১৬০০০ টাকা ক্রস করলে টিন সার্টিফিকেট খুলতে হবে এবং শুধুমাত্র রিটার্ণ দাখিল করতে হবে, আয়কর নয়।
অন্য দিকে আপনার বার্ষিক আয় ৩,৫০,০০০/- টাকা ক্রস করলে আপনাকে সর্বনিম্ন ৩,০০০ টাকা আয়কর রিটার্ণ দাখিল করতে হবে উপজেলার ক্ষেত্রে। আপনার আয় আয়কর সীমার নিচে নেমে গেলে আপনি শুধুমাত্র রিটার্ণ দাখিল করবেন, আয়কর নয়।
রিটার্ণ দাখিলের নিচে আয় চলে আসলে রিটার্ণ দাখিল করতেও হবে না। সূত্র: প্রথম আলো
টিন সার্টিফিকেট নাকি বাতিল করা যায় না? যায়। এক্ষেত্রে প্রথমে দুই বার রিটার্ন দাখিল করতে হবে। করযোগ্য আয় না থাকলে আপনি তৃতীয় বার টিন সার্টিফিকেট নথিজাত বা সাময়িক স্থগিত করার জন্য আবেদন করতে পারবেন।
কেউ মারা গেলে তার টিন সার্টিফিকেট কি করবেন সেটি একটি উদাহরণের সাহায্যে পরিস্কার হওয়া যাক।
বাবার মৃত্যুর পর টিআইএন বাতিল করার প্রয়োজনীয়তা নির্ভর করে তার উত্তরাধিকারীদের উপর। যদি এমন কোন ব্যবসা বাবার নামে থাকে যা টিআইএন বাতিল করিলে ব্যবসা সংক্রান্ত সকল কাগজপত্র বাতিল করে নতুন করে করতে হয় কিংবা বড় ধরনের জটিলতা তৈরি হয় সে ক্ষেত্রে টিআইএন বাতিল না করে উত্তরাধিকারীরা প্রতিবছর বাৎসরিক রিটার্ন জমা দিয়ে Assessment করাতে পারবেন। আর যদি টিআইএন এর কোন প্রয়োজনীয়তা না থাকে তাহলে উত্তরাধিকারীরা উপকর কমিশনার বরাবর টিআইএন বাতিলের জন্য আবেদন করিতে পারেন। উপকর কমিশনার Inspection বা Hearing এর মাধ্যমে অথবা আবেদনের উপর ভিত্তি করে আপনার টিআইএন এর কার্যক্রম স্থগিত বা বাতিল করতে পারেন।
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: টিন সার্টিফিকেট কি বাতিল করা যায়?
- উত্তর: হ্যাঁ যায়, উপকর কমিশনার বরবার আবেদন করতে হবে।
- প্রশ্ন: টিআইএন থাকলেই কি রিটার্ণ দাখিল করতে হবে?
- উত্তর: না।
বিশেষ দ্রষ্টব্য: আপনার দৈনন্দিক অনেক কাজেই এ টিন সার্টিফিকেট কাজে লাগতে পারে। আপনি যদি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই e-tin সার্টিফিকেট করে নিতে হবে। আপনি যদি বাংলাদেশ সরকারের বিভিন্ন সেবা গ্রহণ করতে চান তাহলে অবশ্যই এই সার্টিফিকেট অত্যন্ত জরুরী। তাই হুট করে টিআইএন বাতিল করবেন না। প্রত্যেকটি জিনিসের যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনি অসুবিধাও রয়েছে। আপনার যদি একটি নিবন্ধনকৃত টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি প্রতিবছর ট্যাক্স দিতে বাধ্য। এবং আপনি যদি পরপর তিন বছর কোন ট্যাক্স প্রদান না করে থাকেন তাহলে আপনি অসুবিধায় পড়তে পারেন। আপনি যদি টিন সার্টিফিকেট করে থাকেন তবে আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্ণ দাখিল করতে হবে।
টিন সার্টিফিকেট বাতিলের পূর্বশর্ত কি?
বাংলাদেশ সরকার সম্প্রতি টিন নিবন্ধন বাতিলের আবেদনের জন্য ছয়টি শর্ত নির্ধারণ করেছে। সেগুলো হলো-
১. যে করদাতাদের কর রিটার্ন দাখিলের কোনো বাধ্যবাধকতা নেই।
২. মৃত্যু, অবসায়ন, অবলুপ্তি বা অনুরূপ কোনো কারণে করদাতা অস্তিত্বহীন হয়ে গেলে।
৩. করদাতা স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করলে এবং বাংলাদেশে তার আয় করার মতো কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকলে।
৪. ডুপ্লিকেট বা একাধিক নিবন্ধন অথবা ভুল তথ্য সম্বলিত নিবন্ধন পেলে।
৫. কোনো কারণে আইনি মর্যাদা পরিবর্তন হলে।
৬. অন্য কোনো আইনানুগ কারণে টিন নিবন্ধন বাতিলের প্রয়োজন হলে।
কারা টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন
করদাতার আয় আয়কর আরোপযোগ্য সীমার নিচে থাকলে টিন বাতিলের আবেদন করতে পারেন। ২০২৩-২৪ অর্থ-বছরে ন্যূনতম আয়করযোগ্য আয় হচ্ছে- সাধারণ করদাতার জন্য বছরে করযোগ্য আয় তিন লাখ পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে। মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী করদাতার ক্ষেত্রে বছরে করযোগ্য আয় চার লাখ টাকার ঊর্ধ্বে। প্রতিবন্ধী করদাতা এবং তৃতীয় লিঙ্গ করদাতার ক্ষেত্রে বছরে করযোগ্য আয় চার লাখ পঁচাত্তর হাজার টাকার ঊর্ধ্বে। গেজেট-ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার বেলায় বছরে করযোগ্য আয় পাঁচ লাখ টাকার ঊর্ধ্বে। অনেক সময়ই কারও এই পরিমাণের কম বাৎসরিক আয় থাকা সত্ত্বেও অন্য কোনো প্রয়োজনে টিন সার্টিফিকেট তৈরি করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে সার্টিফিকেটটির প্রয়োজন না হলে সেটি বাতিলের আবেদন করতে পারেন। এছাড়াও কারও পূর্ববর্তী আয় অনুযায়ী কর দেওয়ার প্রয়োজন থাকায় তিনি টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। কিন্তু পরবর্তীতে আয় কমে কর সীমার বাইরে চলে আসায় আর টিন সার্টিফিকেটের প্রয়োজন নাও হতে পারে। এসময় টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারেন।
TIN বাতিল করার নিয়ম । বাবার মৃত্যুর পর তার TIN বাতিল করার প্রয়োজন আছে কী?
সূত্র: এনবিআর এর ওয়েব সাইট
মোট কথা আপনি অনলাইনে সহজেই টিআইএন সার্টিফিকেট তৈরি করে ব্যবহার করতে পারেন, কিন্তু চাইলেই অনলাইনে ঘরে বসে বাতিল করতে পারবেন না। আপনাকে যথাযথ নিয়ম মেনেই টিন বাতিল করতে হবে। কেউ কেউ এটিকে নথিজাতকরণও বলে থাকেন।
আরও দেখুন:
- জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ পানির বিলে উৎসে মূসক কর্তন করতে হবে না।
- অনলাইনে বিজ্ঞাপন প্রচারে ১৫% VAT গুনতে হবে।
- প্রশ্নোত্তরে জানবো আয়কর, ভ্যাট কর্তন, জমা কোড সরাসরি ক্রয়সীমা।
- উৎসে কর কর্তনের হার ০.২৫ শতাংশ।
- হিসাব রক্ষণ অফিস কর্তৃক প্রদত্ত আয়কর প্রত্যয়ন পত্র।
- সরকারি চাকুরিজীবির লাম্পগ্রান্ট, পেনশন ও আনুতোষিক আয়কর মুক্ত।
- সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়।
- সকল খাতের নতুন অর্থনৈতিক কোডসমূহ একসাথে দেওয়া হলো।
- আয়কর রিটার্ণ কি? আয়কর রিটার্ণ কারা দাখিল করবেন?
- আয়কর রিটার্ণ সংশোধন যোগ্য ফরম বাংলায়।
- কোন ব্যক্তির জন্য সরকার আয়কর দেওয়া বাধ্যতামূলক করেছে?
- একজন সরকারি চাকরীজীবীর আয়কর নির্ধারণ টিউটোরিয়াল দেখে নিন।
- সরকারি কর্মকর্তা/কর্মচারীদের যে সকল ভাতা করমুক্ত থাকবে।
- কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন একবার ২০১৯-২০
- আয়কর আইন বিধি-৫০ বেতন (Salaries) সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব।
- টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম।
- উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা, ২০১৯
- চাকুরিজীবীর পূরণকৃত আয়কর দাখিলের নমুনা ফরম।
- আয়কর রিটার্ন ফরম doc ফরম্যাট। (MS Word) Nikosh Font
- রিটার্ন জমা না দিলে কি হবে? জরিমানা না শাস্তি।
- মিটিং ও প্রশিক্ষণ বাবদ প্রাপ্ত সম্মানী এর উপর আয়কর ১০%।
- রেভিনিউ স্ট্যাম্প কি? রেভিনিউ স্ট্যাম্প এর ব্যবহার।
- বার্ষিক সর্বনিম্ন কত টাকা আয় করলে আয়কর দিতে হয় ।
- অতিরিক্ত গৃহীত অর্থ যে কোডে চালানের মাধ্যমে জমা দিবেন।
- ব্যাংক আমানত ১,০০,০০০ টাকার উপরে হলেই ১৫০ টাকা অবগারি শুল্ক ।
সরকারি কর্মচারীদের মধ্যে যারা প্রশাসন শাখা বা হিসাব শাখায় কাজ করেন তারাই কেবল চাকরি সম্পর্কিত বিধি বিধানগুলো সম্পর্কে ভাল ধারণা রাখেন। অবশিষ্ট ৮০% কর্মকর্তা/ কর্মচারীই সরকারি চাকরির বিধানাবলী, বাংলাদেশ সার্ভিস রুলস, হালনাগাদ পেনশন রুলস, ভ্রমণ বিধি ও প্রাপ্যতা , উৎসব ভাতার প্রাপ্যতা, সরকারি কর্মচারীদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা বা চিকিৎসা শেষে ব্যয় উত্তোলন, বিভিন্ন ভাতাদির প্রাপ্যতা, বিভিন্ন ধরনের অগ্রিম সুবিধা গ্রহণ, নিয়োগ ও বদলি নীতিমালা, বিভিন্ন ধরনের ছুটি কিভাবে নিতে হয়, বাসা বরাদ্দ বা বাড়ি ভাড়া প্রাপ্যতা, শিক্ষা সহায়ক ভাতা বা রেশন সুবিধা ইত্যাদি সর্ম্পকে ভাল ধারনা রাখেন না। এই ওয়েবসাইটটিতে উপরোক্ত বিষয়গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে। সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। সাধারণ কর্মচারী যাতে সহজেই ব্যাপার গুলো বুঝতে পারে এবং যদি কোন বিধি বুঝতে সমস্যা হয় তা নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারেন সে ব্যবস্থা রাখা হয়েছে। কেউ যদি কোন বিধি বা নীতিমালা বুঝতে অসমর্থ হয় তবে আমাদের ফেসবুক পেইজ, গ্রুপ এবং ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
প্রতিটি পোস্টের রেফারন্স পোস্টের শেষে “ডাউনলোড” নামের যে লিংক দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। ডাউনলোড ফাইল Google Drive or Box.com এ স্টোর করা আছে। কারও যদি ফাইলটি ডাউনলোড করতে সমস্যা হয় তবে আপনি আপনার নিজের gmail Account এ Login করে নিন। লগইন করার পর ঠিকই ফাইলটি ডাউনলোড হবে। তবুও যদি আপনি রেফারেন্স ফাইল ডাউনলোডে সমস্যায় পড়ে তবে আপনি এডমিনকে alaminmia.tangail@gmail.com এ ফাইলের নাম দিয়ে নক করুন। এডমিন আপনার ইমেইলের উত্তর দিবে।
কিছু কর্মকর্তা/ কর্মচারীদের কাছে সরকারি চাকরির বিধি বিধানের কিছু বইও হয়তো সংগ্রহে আছে কিন্তু তা মূলত সংগ্রহেই মাত্র বের করে পড়ার সময় বা সুযোগ নেই। কারও সময় বা সুযোগ থাকলেও বের করে পড়া পর্যন্ত হয় না। আবার দেখা যায় যে, অসংখ্য বইয়ের মধ্যে একটি সামারি বই চাকরির বিধানাবলীই শুধুমাত্র সংগ্রহ রয়েছে। সরকারি চাকরি সংক্রান্ত অসংখ্যা বই রয়েছে যেগুলো আবার প্রতি বছরই আপডেট হয়ে থাকে আপনি যদি শুধুমাত্র এই ওয়েবসাইটের সাথে যুক্ত থাকেন তবে আপনি সকল আপডেট তথ্যই পেয়ে যাবেন। ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি বিগত দিনে দুই বছর আগে আয়কর দিয়েছি। আমার এখন আয়কর দেয়া সামর্থের বাইরে। আমি এখন শুধু রিটার্ন জমা দিতে চাচ্ছি সে ক্ষেত্রে আমার কি করা উচিত।
আমি বিগত দিনে দুই বছর আয়কর জমা দিয়েছি। এখন আমার পক্ষে আয়কর দেয়া সম্ভব নয়। এখন আমার কি করা উচিত।
শুধুমাত্র রিটার্ণ জমা দিলেই হবে।
Ami bkaser sim er jonno tin khucilsm otay ki proti bosor tex dete hobe…?
na
shudu return joma diben income tax zone office a. আপনি চাইলে অনলাইনেও রিটার্ণ জমা দিতে পারেন।
আমার বাড়ী বিক্রি করে নতুন বাড়ী করার জমি রেজিস্টার করার জন্য টি আই এন সার্টিফিকেট খোল হয়েছে ৩ বছর আগে আমি ১জন পল্লী চিকিৎসক আমার মাসিক আয় ১২০০০–১৪০০০/- টাকা এপ্রজন্ত আমি কোন রিটার্ন দাখিল করি নাই আমার কোন সমস্যা আছে কি?
না।
আমি ২০১৭ সালে টিন সাটিফিকেট গ্রহণ করেছিলাম কিন্তুু আজ পযন্ত রিটার্ন জমা দেওয়া হয়নি এখন কি আমার কোন জরিমানা হবে আমার বাৎসরিক আয় একলক্ষ বিশ হাজার আর জরিমানা হলে আমাকে ২০২০ ২০২১ কিবাবে জমা দিতে হবে এখটো বলবেন
আপনি আয়কর সীমার নিচে। জরিমানা দিতে হবে না। এবছর থেকে রিটার্ণ দাখিল করুন। তাই হবে।
আমি ভুল করে tin certificate খুলেছি।আমি 27.09.2020সালে ।
এখন কি করব ।আমার বয়স 18।কোন কাজ করি না ।আয় করি না ।। এখন আমার কি করা উচিত
কর অঞ্চলে যোগাযোগ করুন নথিজাত করে রেখে আসেন। অথবা রিটার্ণ দাখিল করুন প্রতি বছর। আয়কর দিতে হবে না কিন্তু রিটার্ণ দাখিল করতে হবে।
নথিজাত কি ?নথিজাত করলেও কি online y useer id – pass words দিয়ে: TIN CERTIFICATE দেখা যায় । না কি বন্ধ হয়ে যায় ।
পরামর্শ চাই –
বিপ্লব হোসেন
নথি জাত করলে online y tin certificate কি দেখা যায় না কি বাতিল হয়ে যায় ।
দেখা যায়।
দেখা যায়। নথিজাত মানে ফাইল বন্ধী।
আমি আজ০৯/১০/২০তারিখে ভুলে টিন সার্টিফিকেট ডাউনলোড করছি আমার কোন ইনকাম নেই আমি স্টুডেন্ট এখন কি করব বুঝতে পারছি না,,,,বাতিল করতে চাই,,,help me pls..
জোনাল অফিসে যোগাযোগ করুন।
মাসিক/বার্ষিক আয় কত টাকার নিচে হলে বার্ষিক রিটার্নও দিতে হয়না?
টিন থাকলে রিটার্ণ দিতেই হবে।
পেনশনের টাকার উপর কি কর আসে ?
না।
বাংলাদেশে আয়কর রিটার্ণ জমা দেওয়ার যে জটিলতা এর চাইতে বড় জটিলতা মনে হয় আর কোন দপ্তরে নাই। কোন করঅনচলের বাইরে আপনি বদলি হয়েছেন কি বিপদে পড়েছেন। অনেক বড় বড় কথা বলা হয়, মেলার সময় এক এলাকার লোক অন্য এলকায় কর রিটার্ণ জমা দিতে পারবেন, কিন্তু বাস্তবতা তার বিপরীত। আয়কর ও আয়কর রিটার্ন দুটোই দিতে চাই, দয়া করে সিষ্টেম সহজ করুন। মোবাইলে রিচার্জ করার মতন সহজ সিষ্টেমে আনার জন্য অনুরোধ করছি।
আপনার সাথে একমত। এ ক্ষেত্রে বাংলাদেশ এখনও নতুনত্বকে গ্রহণ করতে পারছে না। ব্যাপারটি সহজ করতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
ঠিকানাঃ উপজেলাঃ ভূরুঙ্গামারী, জেলাঃ কুড়িগ্রাম।
আমি আমার মায়ের নামে ভুল করে একটি E-TIN সার্টিফিকেট অলাইনে বানিয়েছিলাম। কিন্তু আমার মা একজন গৃহীনি। আমার মায়ের কোনো আয় নেই। এখন কথা হলো, আমি এখন কি করতে পারি? আমি কি সার্টিফিকেট টি বাতিল করতে পারবো? কিভাবে বাতিল করবো? নাকি আমাকে রিটার্ন দিতে হবে। যদি রিটার্ন দেই তাহলে কিভাবে এবং কোথায় দিবো? এবং কোথায় যোগাযোগ করবো?
ঠিকানাঃ উপজেলাঃ ভূরুঙ্গামারী, জেলাঃ কুড়িগ্রাম।
আমি আমার মায়ের জন্য ভুল করে একটি e-TIN সার্টিফিকেট অনলাইনে বানিয়েছিলাম। কিন্তু আমার মায়ের কোনো আয় নেই। আমার মা একজন গৃহীনি। এখন আমার কি করা উচিত ? আমি কি সার্টিফিকেট টি বাতিল করতে পারবো ? তাহলে কোথায় এবং এবং কি করে করবো ? নাকি আমাকে রিটার্ন দিতে হবে ? রিটার্ন দেওয়ার জন্য কোথায় এবং কিভাবে দিতে হবে ?
রিটার্ন অর্থ কি ?
আপনি জোনাল অফিসে গিয়ে টিইআইন নথিজাত করে রাখতে পারবেন। https://bdservicerules.info/%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be/
জোনাল অফিস বা কর অঞ্চল অফিসে রিটার্ণ দাখিল করতে হয়। https://bdservicerules.info/%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be/
আমি একজন ছাত্র তবে ভুলবসত টিন সার্টিফিকেট করে ফেলেছি এখন কী আমাকে আয়কর বা রিটার্ন জমা করতে হবে খুব ভয় লাগছে plz বলুন কী করবো আমি এখন
ভয়ের কিছুই নেই। রিটার্ণ দাখিল করবেন।
tin নথিজাত হলে কিভাবে বুঝবো?
used id and password দিয়ে কি login হবে যদি নথিজাত হয় tin.
নাকি নতিজাত হওয়ার পর আর used id password দিলে দেখা যাবে না?
একটু জানাবেন plzz
অনলাইনে বোঝার উপায় নাই। এটি জোনাল অফিসে ম্যানুয়ালি হয়।
টিআইএন নম্বর বদলীজনিত কারণে ঢাকা থেকে নীলফামারীতে স্থানান্তরের জন্য আমি কি করবো।কিভাবে আবেদন করবো, এডমিন জানাবেন কি??
https://bdservicerules.info/%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AC/
রিটার্ন এর পরিমাণ কত?
আমি একটা ইনসিওরেন্স কোম্পানীর নিয়োগ আবেদনের শর্তমতে একটি টিন সার্টিফিকেট নিয়েছিলাম গত ২০১৬ সনে ।
ইনসিওরেন্স কোম্পানীর বেতন ভাতার নিশ্চয়তা না থাকায় চাকরির নাম করণে দালালি করা সম্ভব হয় নাই ।
এমতাবস্থায় আমার কি করণীয়?
কোন রিটার্ন জমা হয় নাই ফলে রিটার্ন এর পরিমাণ জানতে চাই ।
অনুগ্রহ পূর্বক জানায়ে সহযোগীতা করবেন ।
রিটার্ণ জমা মানে কাগজপত্র জমা। রিটার্ণ জমা মানেই আয়কর জমা নয়। আপনর বাৎসররিক আয় যদি ৩.৫ লক্ষ টাকা অতিক্রম করে তবে আপনাকে আয়কর দিতে হবে অন্যথায় নয়।
উপজেলা লেভেলে সর্বনিম্ন ৩ হাজার টাকা যদি আপনার বাৎসরিক আয় ৩.৫ লক্ষ টাকা অতিক্রম করে।
ক্রেডিট কার্ড এর জন্য টিন খুলেছিলাম আমাকে কিহ রিটার্ন দিতে হবে? দয়া করে জানাবেন
না। তবে নথিজাত করার জন্য জোনাল অফিসে যোগযোগ করুন।
আমি ভূল বশত আয়কর রেজিষ্ট্রেশন করেছি। আমি এটা বতিল করব কিভাবে?
বাতিল করা যাবে না। জোনাল অফিসে গিয়ে নথিজাত করে রাখতে পারেন।
আমি ভুল বশত মায়ের নামে ই টিন খুলে ফেলি । আমার মা একজন গৃহিণী কোন আয়কর দেয়ার মত কোন অবস্থা তার নেই । আমি এখন কি করবো এটাকে বন্ধের জন্য ?
এবং ২০২১ সালের আয়কর রিটার্ন জমা দেয়ার লাস্ট ডেট কবে । এগুলো উত্তর দিলে উপকৃত হতাম । ধন্যবাদ
নভেম্বর মাস।
টিন সাটিফিকের আবেদন করতে ভুল হয়েছিলো পিতার ও মাতার নাম সংশোধনের জন্য আবেদন করেছি কিন্তু বাংলা লিখে ছি …….আবেদন—16/08/2021 িএখনো কোন কিছু বলে নাই। উক্তর চাই…….
আপনি Helpline: 09611-777111 or 333 Email:info@incometax.gov.bdPowered by কল করুন বা ইমেইল করুন। তাছাড়া আপনি অনলাইনে লগিন করেও তথ্য পরিবর্তন করতে পারেন।
জনাব, আমার ই টিন দুটো । একটি তে আয় কর দিচ্ছি ।অপর টির কি হবে? দয়াকরে জানাবেন ।
কর অঞ্চলে যোগাযোগ করে অপরটি বন্ধ করে দিন।
আমি দুই কোম্পানিতে ঢাকা এবং ময়মনসিংহে চাকরি করি আমি বর্তমানে ঢাকায় থাকি ময়মনসিংহের কোম্পানিতে দুই দিন করে যাই।বাকিটা অনলাইনে করি। দুই কোম্পানিতে আমার বেতন 30,000+থাকার কোম্পানিতে টিন সার্টিফিকেট দেওয়া আছে। এখন ময়মনসিংহের কোম্পানিতে টিন সার্টিফিকেট চাচ্ছে।এখন কি আমি দুই কোম্পানিতে টিন সার্টিফিকেট দিতে পারবো । দুই কোম্পানির ব্যাংক একাউন্ট আলাদা। প্রশ্নের উত্তর দিলে খুব খুশি হব ধন্যবাদ।
অবশ্যই দিতে পারেন। রিটার্ণ দাখিলে আয়কর একত্র করে দেখাবেন এই যা।
I am heartily impressed by your blog and learned more from your article. Thank you so much for sharing with us. I find another blog like it. If you want to look, visit here Online Tin Registration Bangladesh , It’s also more informative.
রিটার্নের পরিমাণ কত? কীভাবে দিতে হবে?
সর্বনিম্ন ৩,০০০ টাকা। অনলাইনে রিটার্ণ দাখিল করা যায়। অনলাইনেই পেমেন্ট করা যায়। https://bdservicerules.info/tag/%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%A6%E0%A6%BE-2/
ব্যাংক একাউন্ট খোলার সময় মাসিক ইনকাম যেটা লেখা হয়, ওটার উপর কি ইনকাম ট্যাক্স ধরা হবে কখনো?
২০২৩ সালের মে মাসে টিন সার্টিফিকেট করা হয়েছে।
রিটার্ন জমা দিতে হবে কবে?
এদুটো বিষয় জানাবেন প্লিজ।
১। না। ২। আগামী বছর দাখিল করতে হবে।
আমার টিন এ কোন টিন Numbar নাই এখন আমি টিন Numbar টা পাবো কেমনে please help me
নম্বর ছাড়া টিন সার্টিফিকেট হয় না। টিন সার্টিফিকেটে বড় বড় করে নম্বর লেখা থাকে।
ভুলবশত ফেইসবুকে জন্য টিন খুলছি এটা বাতিল করা যাবে আর বাতিল করতে হলে কি কি করা লাগবে
প্রথম তিন বছর রিটার্ন দাখিল করবেন। তারপর বাতিল করার জন্য আবেদন করুন কর অঞ্চলে গিয়ে।
আমি ভুলবশত টিন খুলেছি। আমার কোনো ইনকাম নেই।এখন এটা কি বাতিল করা যাবে? আর বাতিল করতে হলে কি কি করা লাগবে।
৩ বছর জিরো রিটার্ন দাখিল করে। অতপর জোনাল অফিসে গিয়ে বাতিলের জন্য আবেদন করতে হবে।
আমি একজন শিক্ষার্থী, ভুল বসত ইটিন করেছিলাম এখন কিভাবে বন্ধ করতে পারি?
৩ বার রিটার্ন দাখিল করে বন্ধের জন্য সংশ্লিষ্ট কর অফিসে আবেদন করতে হবে।