প্রতিবছর রিটার্ন দিয়ে আসছেন কিন্তু টিআইএন সার্টিফিকেট খুজে পাচ্ছেন না বা হারিয়ে ফেলেছেন? চিন্তার কিছু নেই ই রিটার্ন ওয়েবসাইট হতেও TIN Certificate বের করা যায় – টিআইএন সার্টিফিকেট বের করার নিয়ম ২০২৫
টিন সার্টিফিকেট হারিয়ে গেছে করণীয় কি?–Tax Identification Number বা টিন সার্টিফিকেট হারিয়ে গেছে এমতাবস্থায়, অনলাইন থেকে হারানো ই টিন সার্টিফিকেট বের করতে পারেন। টিআইএন সনদ খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। টিন সনদ হারিয়ে গেলে আপনি আপনার Tax Circle Office থেকে আবেদন করে পূনরায় সংগ্রহ করতে পারবেন। টিন সার্টিফিকেট হারিয়ে গেলে অনলাইন থেকেও আপনি সংগ্রহ করতে পারবেন যদি e-tin registration ওয়েবসাইটের Username এবং Password আপনার জানা থাকে। Username ও Password জানা না থাকলেও আপনি বের করতে পারবেন যদি Tin Registration করার সময় আপনার দেয়া মোবাইল নম্বরটি জানা থাকে অথবা Income Tax Helpline এ ফোন করেও আপনার বিস্তারিত তথ্য দিয়ে, টিন একাউন্টের পাসওয়ার্ড রিসেট করে, পুনরায় লগইন করেও TIN Certificate বের করে নিতে পারেন। তাছাড়া, আমাদের সহযোগিতায় আপনি শুধুমাত্র আপনার এনআইডি নাম্বার দিয়ে হারানো টিন সার্টিফিকেট বের করতে পারেন।
ই রিটার্ন ওয়েবসাইট হতে কিভাবে বের করা যায়? টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট বের করার জন্য প্রথমে ভিজিট করুন https://etaxnbr.gov.bd এবং eReturn অপশনে যান। টিআইএন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। Tax Record অপশন থেকে TIN Certificate লিংকে ক্লিক করুন।Download বাটনে ক্লিক করে আপনার হারানো টিন সার্টিফিকেটটি PDF হিসেবে ডাউনলোড করতে পারবেন। এভাবে সহজেই ই টিন ওয়েবসাইটে না গিয়েও আপনি টিআইএন সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন।
এখনই কি টিন বাতিল করবো? আপনার দৈনন্দিক অনেক কাজেই এ টিন সার্টিফিকেট কাজে লাগতে পারে। আপনি যদি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই e-tin সার্টিফিকেট করে নিতে হবে। আপনি যদি বাংলাদেশ সরকারের বিভিন্ন সেবা গ্রহণ করতে চান তাহলে অবশ্যই এই সার্টিফিকেট অত্যন্ত জরুরী। তাই হুট করে টিআইএন বাতিল করবেন না। প্রত্যেকটি জিনিসের যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনি অসুবিধাও রয়েছে। আপনার যদি একটি নিবন্ধনকৃত টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি প্রতিবছর ট্যাক্স দিতে বাধ্য। এবং আপনি যদি পরপর তিন বছর কোন ট্যাক্স প্রদান না করে থাকেন তাহলে আপনি অসুবিধায় পড়তে পারেন। আপনি যদি টিন সার্টিফিকেট করে থাকেন তবে আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্ণ দাখিল করতে হবে।
Tin নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড ২০২৫ । eReturn টিন সার্টিফিকেট লগইন
টিন সার্টিফিকেট বাতিলের বিষয়ে আয়কর আইন কি বলে? আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর 75(1b) তে বলা হয়েছে, যদি কোন আয়বছরে বা তার পূর্বের বছরসহ পরপর ৩ বছরের মধ্যে ব্যক্তির করযোগ্য আয় থাকে, তবে তাকে কর রিটার্ন জমা দিতে হবে। 75. Return of income.- (1) Save as provided in section 76, every person shall file or cause to be filed, with the Deputy Commissioner of Taxes, a return of his income or the income of any other person in respect of which he is assessable to tax under this Ordinance,- (a) if his total income during the income year exceeded the maximum amount which is not chargeable to tax under this Ordinance, or (b) if he was assessed to tax for any one of the ‘[three years] immediately preceding that income year.
Caption: https://etaxnbr.gov.bd/
ই রিটার্ন ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করার নিয়ম ২০২৫ । টিআইএন নম্বর দিয়ে লগিন করেই পাবেন টিআইএন সার্টিফিকেট?
- টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট বের করার জন্য প্রথমে ভিজিট করুন https://etaxnbr.gov.bd এবং eReturn অপশনে যান।
- এখানে Registration বাটনে ক্লিক করুন। আপনার ১২ ডিজিটের টিন নাম্বার লিখুন।
- নিজ জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটি লিখুন এবং ক্যাপচা কোডটি Capital Letter, Small Letter ও সংখ্যা সঠিকভাবে লিখে Verify বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইলে একটি OTP পাঠানো হবে। OTP দিন এবং আপনার পছন্দমত একটি পাসওয়ার্ড সেট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- পাসওয়ার্ডটি অবশ্যই ইংরেজিতে Capital Letter + Small Letter + Number + Mark ব্যবহার করে সেট করবেন। যেমন হতে পারে- Dhaka123#
- সবশেষে E Return সিস্টেমে Sign In করুন। Tax Record অপশন থেকে TIN Certificate লিংকে ক্লিক করুন।
- Download বাটনে ক্লিক করে আপনার হারানো টিন সার্টিফিকেটটি PDF হিসেবে ডাউনলোড করতে পারবেন।
Tin nambar
https://secure.incometax.gov.bd/TINHome এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন এবং টিআইএন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
Dear sir, my old tin certificate re turn please.
আপনি ই টিন ওয়েবসাইটে গিয়ে পূর্বের টিন নম্বর এবং সার্টিফিকেটের কপি বের করতে পারবেন।
আমি সব কিছু হারিয়ে ফেলেছি।
শুধু মাত্র আমার এন আই ডি টা আছে
দয়াকরে আমাকে সাহায্য করবেন কিভাবে আমি আমার পুরাতন TIN
Certificate টা পেতে পারি
সংশ্লিষ্ট কর জোনাল অফিসে এনআইডি এবং মোবাইল নম্বর নিয়ে গেলেই ডাউনলোড করে প্রিন্ট করে দিবে তারা।
NEED TIN CERTIFICATE 2022-2023
etaxnbr.gov.bd website a login kore TIN Certificate and History theke Tax Certificate ber korte parben.
I hove lost everythings. Need tin certificate only have nid.
How can get it?
ই-টিন হেল্পলাইন, +৮৮ ০৯৬১১ ৭৭৭ ১১১ ; ২, ই-টিন হেল্পলাইন, ৩৩৩ কল করে অথবা জোন কর অফিসে যোগাযোগ করে TIN certificate বা টিন নম্বর সংগ্রহ করতে পারবেন।