অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের অফিস সহায়ক কর্মচারীদের বদলি নীতিমালা না থাকায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট অফিস সহায়কদের বদলির ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করেছে – আদালত ও ট্রাইব্যুনাল কর্মচারী বদলি নীতিমালা
অফিস সহায়ক বলতে কি বোঝায়? – অফিস সহায়ক হল কোন প্রতিষ্ঠানে অফিস কর্মকারীদের সাহায্য করার জন্য নিয়োজিত একজন কর্মী। তার প্রধান কাজ হল অফিস কর্মকর্তাদের কাজে সহায়তা করা। একজন অফিস সহায়ক বিভিন্ন কাজ সম্পাদনে সহায়তা করতে পারেন, যেমন ফোন ধরা, কাগজ দফতরে নিবন্ধন করা, কাগজ সাজানো, মেইল ফর্ম পূরণ করা ইত্যাদি। অফিস সহায়ক সাধারণত অফিস সময়ে কাজ করে এবং নিয়মিত অফিস কর্মকর্তাদের সাহায্য করে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের সহায়ক কর্মচারীগণ এক জেলা হতে অন্য জেলা বা মেট্রোপলিটন এলাকার যে কোনো আদালত/ট্রাইব্যুনালে কিংবা এক মেট্রোপলিটন এলাকা হতে অন্য মেট্রোপলিটন এলাকার বা জেলার যে কোনো আদালত/ট্রাইব্যুনালে সমপদে, সমস্কেলে অথবা উচ্চতর পদ হতে নিম্নতর পদে ও নিম্নতর পদ হতে উচ্চতর পদে বদলির জন্য অত্র কোর্টে আবেদন করেন। অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের সহায়ক কর্মচারীগণের বদলির বিষয়ে কোনো নীতিমালা না থাকায় প্রায়শই কর্মচারীগণের বদলির বিষয়ে সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়।
জেলা জজ ও অধস্তন আদালতসমূহ এবং বিভাগীয় বিশেষ জজ আদালতসমূহ (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ১৯৮৯ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর আদালতসমূহ (সহায়ক কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৮ সহ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের জন্য প্রযোজ্য বিধিবিধান আবশ্যিকভাবে অনুসরণ পূর্বক বদলির আবেদন নিয়োগকারী কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মতামতসহ অত্র কোর্টে প্রেরণ করতে হবে।
জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ আদালতের নাজিরের শূন্য পদ বিধিমোতাবেক পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে। পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণ করা না গেলে সেক্ষেত্রে জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ আদালতে নাজির পদে কর্মরত কর্মচারীগণ কেবল জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ আদালতে নাজির/সমপদে আন্তঃজেলা বদলির আবেদন করতে পারবেন। তবে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাজির, স্টেনোগ্রাফার, উচ্চমান সহকারী, স্টেনোটাইপিস্টসহ টেকনিক্যাল অন্য যে কোনো সমপদে কর্মরত সহায়ক কোন কর্মচারী জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ আদালতের নাজির পদে বদলির আবেদন করতে পারবেন না।
ইচ্ছামাফিক পদে বদলি করা যাবে না / অফিস সহায়ক কে নাজির পদে বদলি করা যাবে না
অফিস সহায়ক বদলির সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় সুপ্রীম কোর্ট বেশ কিছু নির্দেশনা জারি করেছে।
Caption: Full Order Download
বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের সহায়ক কর্মচারীদের বদলির আবেদন এবং নিয়োগকারী কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মতামত অত্র কোর্টের বিবেচনার জন্য প্রেরণ করার পূর্বে নিম্নলিখিত নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেছেন
- অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের সহায়ক কর্মচারীগণ রাজস্ব খাতে নিয়োগ এবং চাকুরি স্থায়ীকরণ ব্যতিত বদলির আবেদন করতে পারবেন না;
- জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদারের শূন্য পদ বিধিমোতাবেক পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে। পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণ করা না গেলে সেক্ষেত্রে জেলা ও দায়রা জজ আদালতে সেরেস্তাদার পদে কর্মরত কর্মচারীগণ কেবল জেলা ও দায়রা জজ আদালতে সেরেস্তাদার/সমপদে আন্তঃজেলা বদলির আবেদন করতে পারবেন। তবে ট্রাইব্যুনালে অথবা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বেঞ্চসহকারী বা অন্য যে কোনো সমস্কেলভুক্ত পদে কর্মরত সহায়ক কোনো কর্মচারী জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার পদে বদলির আবেদন করতে পারবেন না;
- বার্ষিক বেতনবৃদ্ধি বা উচ্চতর গ্রেড প্রাপ্ত হয়ে উচ্চতর পদের সমান মূলবেতন প্রাপ্ত হলেও কোনো সহায়ক কর্মচারী নিম্ন পদ হতে উচ্চতর পদে বেতন সমতার দাবীতে বদলির আবেদন করতে পারবেন না;
- ড্রাইভার/স্টেনোটাইপিস্ট/কম্পিউটার অপারেটর/স্টেনোগ্রাফার প্রভৃতি টেকনিক্যাল পদে কর্মরত কর্মচারী নন টেকনিক্যাল পদে বদলির আবেদন করতে পারবেন না। তদ্রুপ নন টেকনিক্যাল পদে কর্মরত কোনো কর্মচারী টেকনিক্যাল পদে বদলির আবেদন করতে পারবেন না;
- কোনো সহায়ক কর্মচারী একই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অধীনস্ত আদালত/ট্রাইব্যুনালসমূহের এক পদ হতে অন্য কোনো সমপদে বদলির আবেদন অত্র কোর্টে প্রেরণ করবেন না;
- অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের সহায়ক কর্মচারীগণের বদলির আবেদন নিয়োগকারী কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আবেদনপ্রাপ্তির ১৫ (পনের) কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করবেন;
- নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে অগ্রবর্তীকরণ পত্র ব্যতিত অত্র কোর্টে সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে
- আন্তঃজেলা বদলির ক্ষেত্রে অত্র কোর্টে যে কোনো তদবির উক্ত কর্মচারীর অসদাচরণ হিসেবে গণ্য করা হবে।
এক পদ হতে অন্য পদে পদায়ন করতে পারবেন কি?
না। নিয়োগকারী কর্তৃপক্ষ/নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক বিদ্যমান নিয়োগ বিধিমালা / বিধি অনুসরণ না করে তাঁর অধীনস্থ কোনো সহায়ক কর্মচারীকে তাঁর অধীনস্থ আদালত/ট্রাইব্যুনালের এক পদ হতে অন্য পদে পদায়ন করতে পারবেন না। অত্র বিজ্ঞপ্তির নির্দেশনাসমূহ কোনোভাবেই বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রশাসনিক কারণে অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহের সহায়ক কর্মকর্তা/কর্মচারীদের আন্তঃজেলা/অভ্যন্তরীণ বদলির ক্ষমতা ক্ষুণ্ণ করবে না।