ইউপি চেয়ারম্যানের বেতন ভাতাদি ২০২৫ । পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কত টাকা পারিতোষিক পান?
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও চেয়ারম্যান সুযোগ-সুবিধা প্রবিধানমালা, ১৯৯৯ চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিম্নরূপভাবে নির্ধারণ করা হয়েছে-ইউপি চেয়ারম্যানের বেতন ভাতাদি ২০২৫
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ একজন চেয়ারম্যান এবং কিছু সদস্য নিয়ে গঠিত। পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭ অনুযায়ী এই পরিষদ গঠিত হয়েছিল।
চেয়ারম্যান:
- আইন অনুযায়ী, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পদাধিকারবলে এই পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রতিষ্ঠার পর থেকেই এই পদে আছেন।
সদস্য: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮ অনুযায়ী, চেয়ারম্যান সহ মোট ২২ জন সদস্য নিয়ে এই পরিষদ গঠিত হয়। সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে:
- তিন পার্বত্য জেলার (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) জেলা পরিষদ চেয়ারম্যানগণ (পদাধিকারবলে)।
- পার্বত্য জেলার নির্বাচিত জনপ্রতিনিধি (যেমন সংসদ সদস্য)।
- চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং, তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি।
- অ-উপজাতীয় প্রতিনিধি।
- নারীদের জন্য সংরক্ষিত আসনের প্রতিনিধি।
তবে, নির্দিষ্ট সদস্যদের একটি হালনাগাদ ও পূর্ণাঙ্গ তালিকা এই মুহূর্তে সহজে পাওয়া যাচ্ছে না। সাধারণত সরকারি গেজেট বা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তথ্য থাকতে পারে।
যদি আপনার নির্দিষ্ট কোনো সদস্যের তথ্য বা একটি পূর্ণাঙ্গ তালিকা প্রয়োজন হয়, তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বা আঞ্চলিক পরিষদের কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।
- পারিতোষিক-১০,০০০/-
- বাড়ী ভাড়া-৫,০০০/-
- আপ্যায়ন ভাতা-১,০০০/-
- চিকিৎসা ভাতা-১,০০০/-
- টেলিফোন বাবদ-২,০০০/-
- সর্বমোট ১৯,০০০/-

- নতুন পে-স্কেল প্রস্তাব ২০২৬: বৈষম্য নিরসনের পরিবর্তে বাড়ছে কি দাসত্বের শৃঙ্খল?
- নির্বাচনের আগেই গেজেট প্রকাশের দাবি: আজ ১৬ জানুয়ারি দেশজুড়ে প্রতীকী অনশনের ডাক আপনিও অংশ নিন
- অগ্রণী ব্যাংকের ডিপিএস স্কিমে আকর্ষণীয় মুনাফা: ৫ ও ১০ বছরে নিশ্চিত সঞ্চয়ের সুযোগ
- Why 300 BDT is the Magic Number for New Bangladeshi Players
- নতুন বাংলাদেশের রূপরেখা: ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ ও আগামীর সংস্কার ভাবনা
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ১৬,০০০/- টাকা পান এ সংক্রান্ত আদেশ দেখুন: ডাউনলোড



