অনলাইনে যাচাই করে নিন রিটার্ণ দাখিল হয়েছে কিনা – ভূয়া আয়কর রিটার্ণ রশিদ দাখিলের দিন শেষ – আয়কর রিটার্ন যাচাই ২০২৫
Verify you return Submission – যে কেউ এখন অনলাইন আপনার টিআইএন নম্বর দিয়ে যাচাই করতে পারবে যে, আপনি রিটার্ণ দাখিল করেছেন কিনা। এখন থেকে খুবই সহজেই আপনার রিটার্ন দাখিল হয়েছে কিনা এনবিআর’এর ওয়েব সাইট থেকে যাচাই করতে পারবে। রিটার্ন প্রদানের তথ্য যাচাই করতে ভিজিট করুনঃ https://etaxnbr.gov.bd
ভূয়া রিটার্ণ রশিদ দাখিলে সতর্ক হউন- বাংলাদেশ সরকার কিছু ক্ষেত্রে রিটার্ণ দাখিল বাধ্যতামূলক করেছে, সঞ্চয়পত্র ক্রয় সহ বেশি কিছু ক্ষেত্রে রিটার্ণ দাখিলের রশিদ অতীব জরুরি এবং ঐ সকল কাজে কোন ভাবেই রিটার্ণ দাখিল ছাড়া অগ্রগতি সম্ভব হবে না। তাই কিছু ব্যক্তি এই সুযোগে ভুয়া রিটার্ণ রশিদ দেখিয়ে কাজ সম্পন্ন করছিলেন। যেহেতু অনলাইনে রিটার্ণ দাখিল চেক করা যায় তাই কোন ভাবে এখন আর চালাকি বা সরকারকে ফাঁকি দেওয়া যাবে না।
কেউ জাল দলিল করলে ২ বছর এবং মালিকানার অতিরিক্ত জমি রেজিস্ট্রি করে নিলে ৫ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। কারও জমি জোরপূর্বক দখল করে নিলে জেল-জরিমানা হবে ৩ বছর। জেল জরিমানার হাত থেকে বাঁচতে ভূয়া কাগজপত্র দাখিল করা থেকে বিরত থাকুন।
Verify your income tax certificate by TIN Number / Anyone can verify your income tax Slip by online process 2025
রিটার্ন প্রদানের তথ্য যাচাই করতে ভিজিট করুনঃ https://etaxnbr.gov.bd
How to Check Return Submission by TIN online check 2025
- First Do google “verification tax office management” or Click https://etaxnbr.gov.bd
- Click First Link “Verification” or visit https://etaxnbr.gov.bd
- Select Fiscal Year 2024-2025 সিলেক্ট করুন যদি চলতি বছর রিটার্ণ দাখিল করে থাকেন)।
- Type TIN (আপনার টিআইএন নম্বর দিন)
- Complete Capcha (বড় ও ছোট হাতের লেখা খেয়াল করে লিখুন)
- Click Verify
- Done
রিটার্ণ দিয়েছি কিনা তা ভেরিফাই করলে কি লেখা দেখাবে?
রিটার্ণ দাখিল সম্পন্ন হয়েছে – Verify ক্লিক করলে “Return has been submitted for the assessment year 2024-2025” দেখালে বুঝবেন রিটার্ণ দাখিল সম্পন্ন হয়েছে। আর দাখিল যদি না করে থাকে বা এন্ট্রি না হয়ে থাকে তবে Return has been not submitted for the assessment year 2022-2023. রিটার্ণ স্লিপ গ্রহণের সময় অবশ্যই রিটার্ণ দাখিল সঠিকভাবে অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা তা চেক করে স্লিপ নিন।
Not working Anymore
এখন চেক করুন।