সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

Write-off কি? কোন কর্তৃপক্ষ Write-off করার ক্ষমতাপ্রাপ্ত?

Write-off অর্থ অবলােপন। জেনারেল ফাইনানসিয়াল রুলস-এর বিধি-৪৬(১) অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের অবলােপন ক্ষমতা সম্বন্ধে বিধান নিম্নরূপ : 

বিধি-৪৬(১)। আর্থিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত আদেশে বর্ণিত নির্দিষ্ট সীমা ও শর্তসাপেক্ষে কোন উপযুক্ত কর্তৃপক্ষ চূড়ান্তভাবে প্রতারণার মাধ্যমে তছরুফকৃত সরকারের অর্থ জালিয়াতি, ব্যক্তিবর্গের অবহেলা অথবা অন্য কারণে সংঘটিত ক্ষতি ভান্ডারের অনাদেয় মূল্য অবলােপনের মহুরী প্রদান করিতে পারেন।

অনাদায়ী ঋণের অপরিশোধিত আসল ও সুদ মওকুফ সংক্রান্ত নীতিমালা-২০১৮

ঋণ মওকুফ সংক্রান্ত পরিপত্র

যেসব ক্ষেত্রে অবলােপন করা যায়:-

অর্থ তছরূপ, অবহেলার কারণে ক্ষতি বা অন্য কোন কারণে সংঘটিত ক্ষতির অর্থ, ভান্ডারের আনাদায়কৃত মূল্য, অনাদেয় ঋণ ও অগ্রিম, ভান্ডারের মূল্যের ঘাটতি, অপচয় ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষ অবলােপন করিতে পারেন ।

তবে আর্থিক ক্ষমতা অর্পন আদেশে যে কর্তৃপক্ষ যে পরিমাণ অর্থ অবলোপনের ক্ষমতা প্রদান করা হইয়াছে, উক্ত কর্তপক্ষ উক্ত পরিমান অর্থই অবলােপন করিতে পারিবেন।

চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীর ঋণ মওকুফ নীতিমালা ২০১৮

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *