সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

সরকারি যানবাহন অধিদপ্তরের (জেলাপুলসহ) অকেজো গাড়ি বিক্রয়ের দরপত্র বিজ্ঞপ্তি।

সরকারি যানবাহন অধিদপ্তরের পুল গ্যারেজে ও জেলাপুলে রক্ষিত বিভিন্ন প্রস্তুতকারক কোম্পানী ও মডেলের অকেজো ঘোষিত ১৩০টি গাড়ি যেখানে যে অবস্থায় আছে এবং উহার রেজিষ্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদ ‘যে অবস্থায় যে পর্যন্ত নবায়ন আছে’ ভিত্তিতে নিলামে বিক্রির জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক/প্রতিষ্ঠান ও আগ্রহী ক্রেতাদের নিকট থেকে সীলমােহরকৃত খামে দরপত্র আহবান করা যাচ্ছে। 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয় 

সরকারি যানবাহন অধিদপ্তর 

সচিবালয় লিংক রােড, ঢাকা 

www.dgt.gov.bd

অকেজো গাড়ি বিক্রয় বিজ্ঞপ্তি

সরকারি যানবাহন অধিদপ্তরের পুল গ্যারেজে ও জেলাপুলে রক্ষিত বিভিন্ন প্রস্তুতকারক কোম্পানী ও মডেলের অকেজো ঘোষিত ১৩০টি গাড়ি যেখানে যে অবস্থায় আছে এবং উহার রেজিষ্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদ ‘যে অবস্থায় যে পর্যন্ত নবায়ন আছে’ ভিত্তিতে নিলামে বিক্রির জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক/প্রতিষ্ঠান ও আগ্রহী ক্রেতাদের নিকট থেকে সীলমােহরকৃত খামে দরপত্র আহবান করা যাচ্ছে। দরপত্র সিডিউলের মূল্য নগদে ১০০০/-(এক হাজার) টাকা (অফেরত যােগ্য) জমা দিয়ে নিম্নবর্ণিত স্থান হতে অকেজো গাড়ির দরপত্র সিডিউল ক্রয় করা যাবে। প্রথম তারিখের টেন্ডারের অবিক্রিত গাড়ি পরবর্তী তারিখের টেন্ডারে বিক্রি করা হবে।

অকেজো গাড়ি বিক্রির বিজ্ঞপ্তি

দরপত্রের শর্তাবলী নিম্নরুপ : 

ক) দরপত্র সিডিউল ক্রয় ব্যতীত কোন দরপত্র/দরপত্র সিডিউলের ফটোকপি গ্রহণযােগ্য হবে না। 

খ) বিস্তারিত শর্তাবলী দরপত্র সিডিউলে উল্লেখ থাকবে।

গ) বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল অকেজো গাড়ির বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত টেন্ডারসূচি মােতাবেক টেন্ডার প্রক্রিয়া চলমান থাকবে। 

ঘ) কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

(মােহাম্মদ মাহবুব শাহীন)

পরিচালক (সড়ক) 

সরকারি যানবাহন অধিদপ্তর

ফোন : ০২-৪১০৫১১১৩

 

অকেজো গাড়ি বিক্রয় বিজ্ঞপ্তি: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *