নন-ক্যাডার গেজেটেড পদে (কর্ম কমিশনের আওতাভূক্ত পদ) সরাসরি নিয়োগ কর্ম কমিশনের মাধ্যমে সম্পন্ন করিতে হইবে। এইরূপ নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নির্বাচন লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে হইবে, অথবা কেবল মৌখিক পরীক্ষার মাধ্যমে হইবে, তাহা কর্ম কমিশন নির্ধারণ করিবে। (Personal Manual-4.061)
২। কর্মকমিশনের আওতাবর্হিভূত ১ম ও ২য় শ্রেণীর পদে এবং নন-গেজেটেড পদসমূহে সংশ্লিষ্ট অফিস নিয়োগদান করিবে। এই নিয়োগ উক্ত অফিসের সরকার নির্ধারিত বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে হইবে এবং ডাক্তারী পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত মন্ত্রণালয়/বিভাগ বা নিয়োগকারী কর্তৃপক্ষ করিবেন। (Personal Manual-4.061)
৩। নন ক্যাডার ও নন-গেজেটেড পদে নিয়োগে প্রার্থীর বয়স, শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার বিধান অবশ্যই অনুসরণ করিতে হইবে।
অন্যান্য পদে সরাসরি নিয়োগ পদ্ধতি: ডাউনলোড