Zoom Platform এ আয়োজিত সেমিনার-কর্মশালার খাতভিত্তিক সম্মানী হার নির্ধারণ সংক্রান্ত।

Zoom Platform -এ অনলাইন ভিত্তিক সেমিনার/কর্মশালার ক্ষেত্রে অর্থ বিভাগের ০৭/০৬/২০১৮ খ্রি. তারিখের ১৮৮ নং স্মারক অনুযায়ী সম্মানী ও ভাতা নিম্নরূপভাবে প্রদান করতে হবে;

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়

প্রবিধি-২ অধিশাখা

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭২.৩৩.০০৫.১৩.২২৯; তারিখ: ২৫ আগস্ট ২০২১

বিষয়: Zoom Platform এ আয়োজিত সেমিনার-কর্মশালার খাতভিত্তিক সম্মানী হার নির্ধারণ প্রসংগে। 

উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, Zoom Platform -এ অনলাইন ভিত্তিক সেমিনার/কর্মশালার ক্ষেত্রে অর্থ বিভাগের ০৭/০৬/২০১৮ খ্রি. তারিখের ১৮৮ নং স্মারক অনুযায়ী সম্মানী ও ভাতা নিম্নরূপভাবে প্রদান করতে হবে;

ক) মুল প্রবন্ধ উপস্থাপন (যদি থাকে) ধার্যকৃত হারে সম্মানী প্রাপ্য হবেন;

খ) সেমিনার/ওয়ার্কশপ সঞ্চালক ধার্যকৃত হারে সম্মানী প্রাপ্য হবেন;

গ) সেমিনার/ওয়ার্কশপ সহায়ক কর্মচারী কোন সম্মানী প্রাপ্য হবেন না;

ঘ) আলোচক ধার্যকৃত হারে সম্মানী প্রাপ্য হবেন;

ঙ) র‌্যাপোটিয়ার ধার্যকৃত হারে সম্মানী প্রাপ্য হবেন; এবং

চ) সেমিনার/ওয়ার্কশপে অংশগ্রহণকারীগণ অর্ধেক হারে সম্মানী প্রাপ্য হবেন।

(মোছা: নারগিছ মুরশিদা)

উপসচিব

ফোন: ৯৫১৪৪৮৭

Zoom Platform এ আয়োজিত সেমিনার-কর্মশালার খাতভিত্তিক সম্মানী হার নির্ধারণ সংক্রান্ত: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *