সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

অর্থ বিভাগে বাস্তবায়নাধীন SPFMS ১টি কর্মসূচির PIT পুর্নগঠন।

অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন, ” Strengthening Public Financial Management Program to Enable Service Delivery (SPFMS)’ শীর্ষক কর্মসূচির ” কম্পোনেন্ট-১: Scheme On Strengthening of State-owned Enterprises” Governance” শীর্ষক কম্পোনেন্টের জন্য গঠিত Program Implementation Team (PIT) -টি নিম্নরূপভাবে পুনর্গঠন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাজেট অনুবিভাগ-১, বাজেট অধিশাখা-৩

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০.১০৩.১৪.০০৪.১৮(অংশ)-৪২৪; তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২১

বিষয়: অর্থ বিভাগে বাস্তবায়নাধীন ‘Strengthening Public Financial Management Program to Enable Service Delivery (SPFMS)’ শীর্ষক কর্মসূচির ১টি Program Implementation Team (PIT) পুনগঠন।

বিগত ২৪.০৬.২০১৯ তারিখের ০৭.০০.০০০০.১০৩.১৪.০০৮.১৮.২২৩ নম্বর স্মারকপত্রের মাধ্যমে গঠিত অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন, ” Strengthening Public Financial Management Program to Enable Service Delivery (SPFMS)’ শীর্ষক কর্মসূচির ” কম্পোনেন্ট-১: Scheme On Strengthening of State-owned Enterprises” Governance” শীর্ষক কম্পোনেন্টের জন্য গঠিত Program Implementation Team (PIT) -টি নিম্নরূপভাবে পুনর্গঠন করা হলো:

কম্পোনেন্ট-৯: Scheme On Strengthening of State-owned Enterprises” Governance”

১। মিজ আরফিন আরা বেগম, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), মনিটরিং সেল, অর্থ বিভাগ

২। জনাব মো: সাইফুল্লাহ পান্না, অতিরিক্ত সচিব, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অর্থ বিভাগ।

৩। জনাব মো: হাকিম উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক, মনিটরিং সেল, অর্থ বিভাগ

৪। জনাব মো: আমিরুল ইসলাম, পরিচালক (উপসচিব), মনিটরিং সেল, অর্থ বিভাগ

৫। সৈয়দ খালেদ বিন হাফিজ, ফিন্যান্সিয়াল এনালিষ্ট-১, মনিটরিং সেল, অর্থ বিভাগ।

২। পুনর্গঠিত PIT টি ০১.০৯.২০২১ তারিখ থেকে কার্যকর হয়েছে মর্মে নির্দেশক্রমে গণ্য করা হলো।

(মো: তৌহিদুল ইসলাম)

উপসচিব

২২২৩৩১৮৬

অর্থ বিভাগে বাস্তবায়নাধীন SPFMS ১টি কর্মসূচির PIT পুর্নগঠন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *