হিসাবরক্ষণ অফিসসমূহ হতে বর্তমানে আইবাস++ সিস্টেমে জেনারেট ০৬(ছয়) ডিজিট বিশিষ্ট টোকেন ইস্যু করা হচ্ছে। চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়, পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট এ পেনশনারের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় ০৬ ডিজিট বিশিষ্ট টোকেন যথেষ্ট নয়।
একই সঙ্গে সকল হিসাবরক্ষণ অফিসমূহের টোকেনের সামঞ্জস্যতা বিধানের লক্ষ্যে ০৮ ডিজিট বিশিষ্ট টোকেন ইস্যু করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আগামী ০১/১১/২০২০ খ্রি: তারিখ হতে আইবাস++ সিস্টেমে ইস্যুকৃত সকল টোকেন ০৮ (আট) ডিজিট বিশিষ্ট হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়
হিসাব ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
www.cga.gov.bd
স্মারক নম্বর: ০৭.০৩.০০০০.০০৩.০৪.৪৪৩(খন্ড-২).১৯.৯০৮; তারিখ: ২২/১০/২০২০
অফিস আদেশ
বিষয়: আট (০৮) ডিজিট বিশিষ্ট টোকেন ইস্যু প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, হিসাবরক্ষণ অফিসসমূহ হতে বর্তমানে আইবাস++ সিস্টেমে জেনারেট ০৬(ছয়) ডিজিট বিশিষ্ট টোকেন ইস্যু করা হচ্ছে। চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়, পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট এ পেনশনারের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় ০৬ ডিজিট বিশিষ্ট টোকেন যথেষ্ট নয় ।একই সঙ্গে সকল হিসাবরক্ষণ অফিসমূহের টোকেনের সামঞ্জস্যতা বিধানের লক্ষ্যে ০৮ ডিজিট বিশিষ্ট টোকেন ইস্যু করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আগামী ০১/১১/২০২০ খ্রি: তারিখ হতে আইবাস++ সিস্টেমে ইস্যুকৃত সকল টোকেন ০৮ (আট) ডিজিট বিশিষ্ট হবে।
(মো: মামুন উল মান্নান)
অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)
ফোন: ৪৮৩১৬০৮৯
আইবাস++ এ আট (০৮) ডিজিট বিশিষ্ট টোকেন ইস্যু চালু হচ্ছে: ডাউনলোড