আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

আউটসোর্সিং এর মাধ্যমে জনবল সরবরাহের ক্ষেত্রে ভ্যাট কর্তন সংক্রান্ত।

সিকিউরিটি সার্ভিস সেবার ক্ষেত্রে, সেবা কোড-S০৪.০০ এর বিপরীতে প্রযোজ্য মূসকের হার ১০ শতাংশ; ভবন, মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থার ক্ষেত্রে সেবা কোড S০৬৫.০০ এর বিপরীতে প্রযোজ্য মূসকের হার ১০ শতাংশ; এবং অন্যান্য ক্ষেত্রে সেবা কোড ও তৎবিপরীতে মূসক হার যদি এসআরও নং-১৮৬-আইন/২০১৯/৪৩-মূসক, তারিখ: ১৩ জুন, ২০১৯ খ্রিষ্টাব্দ এবং তৃতীয় তফসিলে উল্লেখ না থাকে তবে মানব সম্পদ সরবরাহকারী ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসেবে সেবা কোড S০৭২.০০ এর আওতায় প্রযোজ্য মূসকের হার হবে ১৫% শতাংশ। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় রাজস্ব বোর্ড

রাজস্ব ভবন

সেগুনবাগিচা, ঢাকা।

[মূসক আইন ও বিধি শাখা]

নথি নং-০৮.০১.০০০০.০৬৮.২২.০১৬.১২/২০৩; তারিখ: ০৯ জুন ২০২০

বিষয়: আউটসোর্সিং সেবা ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট কর্তন প্রসঙ্গে।

সূত্র: গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড এর পত্র নং-২৮.১৪.০০০০.১৩০.০৩.০১০.২০.৫৫; তারিখ: ০১ মার্চ, ২০২০ খ্রিষ্টাব্দ

উপর্যুক্ত বিষয় ও সূত্রীয় পত্রের মাধ্যমে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল সরবরাহের ক্ষেত্রে ভ্যাট কর্তনের হার সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা কামনা করা হয়েছে।

০২। পত্রটি জাতীয় রাজস্ব বোর্ডে পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা যায়, সিকিউরিটি সার্ভিস সেবার ক্ষেত্রে, সেবা কোড-S০৪.০০ এর বিপরীতে প্রযোজ্য মূসকের হার ১০ শতাংশ; ভবন, মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থার ক্ষেত্রে সেবা কোড S০৬৫.০০ এর বিপরীতে প্রযোজ্য মূসকের হার ১০ শতাংশ; এবং অন্যান্য ক্ষেত্রে সেবা কোড ও তৎবিপরীতে মূসক হার যদি এসআরও নং-১৮৬-আইন/২০১৯/৪৩-মূসক, তারিখ: ১৩ জুন, ২০১৯ খ্রিষ্টাব্দ এবং তৃতীয় তফসিলে উল্লেখ না থাকে তবে মানব সম্পদ সরবরাহকারী ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসেবে সেবা কোড S০৭২.০০ এর আওতায় প্রযোজ্য মূসকের হার হবে ১৫% শতাংশ।

০৩। এছাড়া, উল্লিখিত সেবা প্রদানের ক্ষেত্রে সেবা প্রদানকারীর প্রাপ্ত কমিশনের উপর প্রযোজ্য হারে মূসক আরোপিত হবে।

(কাজী ফরিদ উদ্দিন)

প্রথম সচিব (মূসক নীতি)

ফোন: ৮৩১৮১২০, এক্স: ২৩১

আউটসোর্সিং এর মাধ্যমে জনবল সরবরাহের ক্ষেত্রে ভ্যাট কর্তন সংক্রান্ত: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *