আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

একাধিক অফিসের দায়িত্বে নিয়োজিত DDO তথ্য প্রেরণ।

অনলাইন ডিডিও রেজিষ্ট্রেশন সিস্টেম এ একটি NID এর বিপরীতে একজন ডিডিও রেজিস্ট্রেশন করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে একজন ডিডিও একাধিক অফিসের ডিডিও এর দায়িত্বে নিয়োজিত থাকার কারণে এ বিষয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এই জটিলতা নিরসনে DDO অফিসসমূহকে আগামী ১৫/০৮/২০২০ খ্রি: তারিখের মধ্যে একাধিক অফিসের দায়িত্বরত ডিডিওদের তালিকা সংগ্রহের লক্ষ্যে ডিডিওদেরকে এতদসংক্রান্ত ফরম পূরণ করে সংযুক্ত তালিকা হতে সংশ্লিষ্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার কে email এর মাধ্যমে প্রেরণ (সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে কপি প্রদানসহ) করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন

সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

নম্বর: ০৭.০৩.০০০০.০০৩.১৯.৪০৭.১৬.৭৬৬; তারিখ: ০৪/০৮/২০২০

বিষয়: একজন User একাধিক অফিসের DDO এর দায়িত্বে নিয়োজিত থাকাকালীন Online Bill দাখিল প্রসঙ্গে।

সূত্র: ১। সিজিএ কার্যালয়ের স্মারক নং ০৭.০৩.০০০০.০০৩.১৯.৪০৭.১৬.৬৬৬ তারিখ: ০১/০৬/২০২০ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ পত্রের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

২। সূত্রোস্থ পত্রের মাধ্যমে সকল হিসাবরক্ষণ অফিসের অধীনস্থ অফিস সমূহের কর্মকর্তাদের অনলাইন বিলসমূহ ডিডিও এর মাধ্যমে হিসাবরক্ষণ অফিস সমূহে প্রেরণের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সকল ডিডিও কে নির্ধারিত ফরম পূরণ করে আইবাস++ সিস্টেমে রেজিস্ট্রেশন করার নির্দেশনা প্রদান করা হয়েছিল।

৩। অনলাইন ডিডিও রেজিষ্ট্রেশন সিস্টেম এ একটি NID এর বিপরীতে একজন ডিডিও রেজিস্ট্রেশন করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে একজন ডিডিও একাধিক অফিসের ডিডিও এর দায়িত্বে নিয়োজিত থাকার কারণে এ বিষয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এই জটিলতা নিরসনে DDO অফিসসমূহকে আগামী ১৫/০৮/২০২০ খ্রি: তারিখের মধ্যে একাধিক অফিসের দায়িত্বরত ডিডিওদের তালিকা সংগ্রহের লক্ষ্যে ডিডিওদেরকে এতদসংক্রান্ত ফরম পূরণ করে সংযুক্ত তালিকা হতে সংশ্লিষ্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার কে email এর মাধ্যমে প্রেরণ (সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে কপি প্রদানসহ) করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

(মোহাম্মদ মমিনুল হক ভূঁইয়া)

অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)

ফোন: ৯৩৬০৮৫৯

 

একজন User একাধিক অফিসের দায়িত্বে নিয়োজিত DDO তথ্য প্রেরণের অনুরোধ: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *