ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

কর্মচারীর বদলিজনিত টিএ বিল করবেন যেভাবে এক্সেল ভ্রমণ বিলের নমুনা।

সরকারি কর্মচারীদের মাঝে মধ্যেই বদলিজনিত কারণে ভ্রমণ বিল দাবী করতে হয়। এতে বিভিন্ন বিরম্ভনায়ও পড়তে হয়।

  • কিছু বিষয় বিবেচনায় আনলেই এ বিল সহজেই করা যায়।
  • প্রথমে মুল বেতন অনুসারে শ্রেণী নির্ণয় করতে হবে।
  • তারপর শ্রেণী মোতাবেক মালমাল বহনের পরিমাণ ও প্যাকিং চার্জ দেখতে হবে।
  • তারপর সড়ক পথে কি:মি: অনুসারে পথ ভাড়া দেখতে হয়।
  • এক্ষেত্রে একটি ভ্রমণ বৃত্তান্ত তৈরি করে নিতে হয়।

যেভাবে একটি ভ্রমন বৃত্তান্তু তৈরি করবেন: ডাউনলোড

ভ্রমণ বিলের নমুনা পূরণ করার নির্দেশনাসহ: ভ্রমণ বিলের নমুনা Excel ফাইল পেতে : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *