পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের নামের শেষে এনডিসি লেখার অনুমতি প্রদান সংক্রান্ত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের নামের শেষে এনডিসি লেখার অনুমতি প্রদান সংক্রান্ত সেবাটির ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তা myGov প্লাটফর্মে সেবা গ্রহীতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

জনপ্রশাসন মন্ত্রণালয়

সিপি-৩ শাখা 

www.mopa.gov.bd

স্মারক নং-০৫.০০.০০০০.১৯৭.২৯.০০৩.২১-১৩৪  তারিখ:- ৩০ ডিসেম্বর ২০২১

বিজ্ঞপ্তি

বিষয়: জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের নামের শেষে এনডিসি লেখার অনুমতি প্রদান সংক্রান্ত সেবা অনলাইনে প্রদান।

সূত্র: তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগের ০৪ নভেম্বর ২০২১ তারিখের ৫৬.৮৩.০০০০.০০.২৯,০১৫.২১১ নং স্মারক।

উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের নামের শেষে এনডিসি লেখার অনুমতি প্রদান সংক্রান্ত সেবাটির ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তা myGov প্লাটফর্মে সেবা গ্রহীতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগ্রহী কর্মকর্তাগণ https://www.mygov.bd/service#category=office&data=office-level-1  লিংক ব্যবহারের মাধ্যমে উক্ত সেবাটি অনলাইনে গ্রহণ করতে পারবেন।

(মৌরীন করিম) 

সিনিয়র সহকারী সচিব

ফোন: ২২৩৩৮৮৬৬১ 

cp3@mopa.gov.bd

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের নামের শেষে এনডিসি লেখার অনুমতি প্রদান সংক্রান্ত: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *