এসিআর দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরকরণের প্রক্রিয়া সম্পন্ন করে ডােসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে বার্ষিক ও আংশিক সকল গােপনীয় অনুবেদন পৌছানাের সময়সীমা আগামী ৩১ মে, ২০২২ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
সিআর-৩ শাখা
নং- ০৫.০০.০০০০.১০২.২২.০০১.১৬(অংশ-২)-০৯ তারিখঃ – ০৩ ফেব্রুয়ারি, ২০২২
বিষয়: করোনা মহামারী দীর্ঘায়িত হওয়ার কারণে ২০২১ সনের এসিআর ডােসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে পৌছানাের সময়সীমা বৃদ্ধিকরণ।
উপযুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানাে যাচ্ছে যে, করােনা মহামারী দীর্ঘায়িত হওয়ার কারণে বিরাজমান বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মচারীগণ কর্তৃক এসিআর দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরকরণের প্রক্রিয়া সম্পন্ন করে ডােসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে বার্ষিক ও আংশিক সকল গােপনীয় অনুবেদন পৌছানাের সময়সীমা আগামী ৩১ মে, ২০২২ পর্যন্ত বৃদ্ধি করা হলাে। উল্লেখ্য বিষয়টি কেবল ২০২১ সনের এসিআর এর ক্ষেত্রে প্রযােজ্য হবে।
(মােঃ তােফাজ্জেল হােসেন)
যুগ্মসচিব
ফোন- ৯৫৪৫৯৭১
এসিআর পৌছানাের সময়সীমা বৃদ্ধিকরণ পরিপত্র ২০২২: ডাউনলোড