সেবা সহজীকরণের লক্ষ্যে ৯ম গ্রেড ও তদুর্ধ্ব কর্মকর্তাদের জন্য ব্যবহৃত বিদ্যমান ACR Form “বাংলাদেশ ফরম নং-২৯০-ঘ (সংশোধিত)” সংশ্লিষ্ট সকলের ব্যবহারের সুবিধার্থে জনপ্রশাসন ওয়েবসাইটে PDF আকারে (UPLOAD) করা হয়েছে। এ সংক্রান্ত আদেশ নিম্নে সন্নিবেশিত করা হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
সিআর-৩ শাখা
www.mopa.gov.bd
নং-০৫.০০.০০০০.১০২.১৪.০০৪.১৪.১০৩; তারিখ: ২৯ ডিসেম্বর ২০১৯
বিষয়: সেবা সহজীকরণের লক্ষ্যে ACR Form জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সন্নিবেশিতকরণ।
উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সেবা সহজীকরণের লক্ষ্যে ৯ম গ্রেড ও তদুর্ধ্ব কর্মকর্তাদের জন্য ব্যবহৃত বিদ্যমান ACR Form “বাংলাদেশ ফরম নং-২৯০-ঘ (সংশোধিত)” সংশ্লিষ্ট সকলের ব্যবহারের সুবিধার্থে জনপ্রশাসন ওয়েবসাইটে PDF আকারে (UPLOAD) করা হলো। উল্লেখ্য, ফরমটি কোন প্রকার পরিবর্তন করা যাবে না এবং তা অবশ্যই নিজ হাতে পূরণ করতে হবে।
(শেলিনা খানম)
উপসচিব
ফোন: ৯৫৫০৩৯৩
- কর্মকর্তাদের ACR তৈরিতে ওয়েবসাইটের PDF ব্যবহার করা যাবে সংক্রান্ত পত্রটি সংগ্রহে রাখুন: ডাউনলোড
- ACR Form টি এখনই সংগ্রহ করে রাখনু: ডাউনলোড
- ১-২০ গ্রেডের আলাদা আলাদা এসিআর ফরম ডাউনলোড করুন: গুগল ড্রাইভ
আরও দেখুন:
- বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা ACR খারাপ বা বিরুপ মন্তব্য দিলে কি হয়।
- কর্মকর্তাদের ACR তৈরিতে ওয়েবসাইটের PDF ব্যবহার করা যাবে।
- এ, সি, আর ফর্ম পূরনের নিয়মাবলী।
- এসিআর লেখার নিয়ম।
- স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ব্যতীত ১ম শ্রেনীর কর্মকর্তার এসিআর গ্রহণযোগ্য নয়।
- যথাসময়ে এসিআর উপস্থাপন প্রসঙ্গে।
- এসিআর বিধিমালা।
- একান্ত সচিব/ব্যক্তিগত সহকারী ACR এ প্রতিস্বাক্ষর লাগিবে না।
- কর্মচারীদের ACR Form ওয়ার্ড ও পিডিএফ ফরমেট।
- বছরের যে সময়ের মধ্যে এসিআর দাখিল করতে হয়।
- কোন দপ্তরে ০৩ মাসের অধিক কাজ করলেই আংশিক এসিআর লাগবে।
- নিয়ন্ত্রণকারী কর্মকর্তা অবসরে গেলেও এসিআর প্রতিস্বাক্ষর করতে পারবেন।