সরকারি কর্মচারীদের চিকিৎসা সংক্রান্ত বিদ্যমান বিধিমালাসমূহের চুম্বক অংশ নিচে তুলে ধরা হলো। বিস্তারিত জানতে লিংক থেকে বিধিমালা ডাউনলোড করুন।
১। অসুস্থ সরকারি কর্মচারি চিকিৎসার জন্য বিধি অনুযায়ী এক কর্মস্থল হতে অন্য কর্মস্থলে প্রেরিত হলে ভ্রমন ভাতা প্রাপ্য হবেন।
২। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সরকারি কর্মচারিদের সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা করা হবে। শর্ত: জেলা হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক যথাযথভাবে রেফার হতে হবে।
(চিকিৎসা বাবদ হাসপাতালের খরচ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ে অর্থ বছর শেষে অথবা ত্রৈমাসিক ভিত্তিতে বিল আকারে পেশ করা হবে এবং অর্থ বিভাগ এই খরচ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অনুকূলে বরাদ্দ করবে।)
৩। সরকারি হাসপাতালে ভর্তি থাকাকালীন সরকারি কর্মচারির জন্য প্রয়োজনীয় সকল ঔষধক্রয়ের খরচ সরকার বহন করবেন।
৪। গেজেটেড কর্মকর্তাগন ফ্রি কেবিন প্রাপ্ত হবেন (বিধি ৩। এইচ (৪) )। অবসরকালেও এই সুবিধা বহাল থাকবে (বিধি: ১৩। (২))। (বিধি: সরকারি কর্মচারি চিকিৎসা সুবিধা বিধিমালা, ১৯৭৪।
সকলের প্রতি অনুরোধ, সরকারি হাসপাতাল থেকে সেবা নিন, নিজের অধিকারটুকু বুঝে নিন: বিধিমালা ডাউনলোড