কৃষি আয় (আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা 26 অনুযায়ী) কৃষি খাতে আয়ের জন্য হিসাবের খাতাপত্র রাখা না হলে নীচের উদাহরণ অনুযায়ী কৃষি আয় হিসাব করতে হবে।
উদাহরণ-৫ ধরা যাক, জনাব সৌমিক কৃষি জমির পরিমাণ ২ একর। একর প্রতি ধান উৎপাদনের পরিমাণ ৪৫ মণ। প্রতি মণ ধানের বাজারমূল্য ৮০০ টাকা হলে নীট করযােগ্য কৃষি আয়ের পরিমাণ হবে:
২ একর x ৪৫ মণ x বাজার মূল্য ৮০০/- = ৭২,০০০ টাকা
বাদ: উৎপাদন ব্যয় ৬০% = ৪৩,২০০ টাকা
নীট কৃষি আয় = ২৮,৮০০ টাকা
কোন করদাতার আয়ের উৎস যদি শুধুমাত্র কৃষি খাত হয়ে থাকে সেক্ষেত্রে কৃষি খাতের আয় ২,০০,০০০ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। অর্থাৎ যদি কোন করদাতার কৃষি খাতের আয় ব্যতীত আর কোনাে খাতে আয় না থাকে তা হলে তার জন্য করমুক্ত আয়ের সীমা হবে-
(ক) ৬৫ বছরের নীচে পুরুষ করদাতার ক্ষেত্রে:
(৩,০০,০০০ + ২,০০,০০০) = ৫,০০,০০০ টাকা।
(খ) মহিলা করদাতা বা ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতার ক্ষেত্রে:
(৩,৫০,০০০ + ২,০০,০০০) = ৫,৫০,০০০ টাকা
(গ) প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ক্ষেত্রে:
(৪,৫০,০০০ + ২,০০,০০০) = ৬,৫০,০০০ টাকা (ঘ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযােদ্ধা করদাতার ক্ষেত্রে:
(৪,৭৫,০০০+২,০০,০০০) = ৬,৭৫,০০০ টাকা।
কৃষি খাতে আয়ের জন্য হিসাবের খাতাপত্র রাখা না হলে কৃষি আয় হিসাব পদ্ধতি: ডাউনলোড