সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

কোন গ্রেড/পদবী ধারী কর্মকতাগণ সার্বক্ষনিক যানবাহন সুবিধা পাবেন।

সরকারি কর্মকর্তা বলেই গাড়ি সুবিধা পাবেন কিন্তু শুধুমাত্র দাপ্তরিক প্রয়োজনে। অন্য দিকে কিছু কর্মকর্তা সব সময়ের জন্য বা সার্বক্ষনিক যানবাহন সুবিধা পাবেন।

সশস্ত্র বাহিনী বিভাগের মেজর/সমর‌্যাংক(Substantive Rank) ও লেফটেন্যান্ট কর্নেল/সমর‌্যাংক কর্মকর্তাগণ-কে সার্বক্ষনিক সরকারি গাড়ি ব্যবহারের প্রাধিকার প্রদান করা হয়েছে।

কারা পাবে গাড়ি?

  • মেজর, লেফটেন্যান্ট কর্নেল, উপসচিব পদবীধারীগণ গাড়ি প্রাপ্য হবেন।
  • Substantive মানে বুঝায় প্রকৃত/সত্যিকার অর্থে
  • উপরোক্ত পদের সমমানধারীও প্রাপ্য হবেন।

রেজিস্টার্ড নং ডিএ-১, বাংলাদেশ গেজেট

অতিরিক্ত সংখ্যা, কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত, বুধবার, ডিসেম্বর১২, ২০১৮

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, গাড়ি সেবা শাখা,

প্রজ্ঞাপন

তারিখ: ২৭ অগ্রাহায়ণ, ১৪২৫/১১ ডিসেম্বর, ২০১৮

বিষয়: সরকারি যানবাহনের প্রাধিকার প্রদান।

নং ০৫.০০.০০০০.১২৪.২৬.০০৫.১৪.৩২৬০-উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হইয়া সশস্ত্র বাহিনী বিভাগের মেজর/সমর‌্যাংক (Substantive Rank) ও লেফটেন্যান্ট কর্ণেল/সমর‌্যাংক কর্মকর্তাগণ-কে সার্বক্ষণিক সরকারি ব্যবহারের প্রাধিকার প্রদান করা হইল।

২। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

মো: শরীফুল ইসলাম, উপ সচিব

সরকারি যানবাহনের প্রাধিকার সংক্রান্ত গেজেটটি পেতে পারেন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *