সরকারি কর্মকর্তা বলেই গাড়ি সুবিধা পাবেন কিন্তু শুধুমাত্র দাপ্তরিক প্রয়োজনে। অন্য দিকে কিছু কর্মকর্তা সব সময়ের জন্য বা সার্বক্ষনিক যানবাহন সুবিধা পাবেন।
সশস্ত্র বাহিনী বিভাগের মেজর/সমর্যাংক(Substantive Rank) ও লেফটেন্যান্ট কর্নেল/সমর্যাংক কর্মকর্তাগণ-কে সার্বক্ষনিক সরকারি গাড়ি ব্যবহারের প্রাধিকার প্রদান করা হয়েছে।
কারা পাবে গাড়ি?
- মেজর, লেফটেন্যান্ট কর্নেল, উপসচিব পদবীধারীগণ গাড়ি প্রাপ্য হবেন।
- Substantive মানে বুঝায় প্রকৃত/সত্যিকার অর্থে
- উপরোক্ত পদের সমমানধারীও প্রাপ্য হবেন।
রেজিস্টার্ড নং ডিএ-১, বাংলাদেশ গেজেট
অতিরিক্ত সংখ্যা, কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত, বুধবার, ডিসেম্বর১২, ২০১৮
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, গাড়ি সেবা শাখা,
প্রজ্ঞাপন
তারিখ: ২৭ অগ্রাহায়ণ, ১৪২৫/১১ ডিসেম্বর, ২০১৮
বিষয়: সরকারি যানবাহনের প্রাধিকার প্রদান।
নং ০৫.০০.০০০০.১২৪.২৬.০০৫.১৪.৩২৬০-উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হইয়া সশস্ত্র বাহিনী বিভাগের মেজর/সমর্যাংক (Substantive Rank) ও লেফটেন্যান্ট কর্ণেল/সমর্যাংক কর্মকর্তাগণ-কে সার্বক্ষণিক সরকারি ব্যবহারের প্রাধিকার প্রদান করা হইল।
২। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
মো: শরীফুল ইসলাম, উপ সচিব
সরকারি যানবাহনের প্রাধিকার সংক্রান্ত গেজেটটি পেতে পারেন: ডাউনলোড