সংস্থাপন মন্ত্রণালয়ের গত ০৭ আগস্ট ২০০৮ খ্রি: তারিখের নং সম(পরি)-২১/২০০৮-২৯১ নম্বর পরিপত্র মোতাবেক ড্রাইভারগণ সাজ পোষাক প্রাপ্য হন এবং পরিবহন পুলের অনুচ্ছেদ ২ অনুসারে গাড়ি চালকগণ ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি পাবেন।
ড্রাইভারগণ সাধারণত নিজ অর্থায়নে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন এটিই প্রতিটি অফিসের ধারণা। কিন্তু একজন সরকারি চাকরিজীবী কেন তার নিজ অর্থায়নে সরকারি কাজে ব্যবহৃত ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করবেন এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এখনও বিভিন্ন অফিসে গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য সরকারি খরচ প্রদানে গড়িমশি করা হয়। তাই এ সংক্রান্ত একটি আদেশ তাদের সুবিধার্থে এখানে সন্নিবেশিত হলো।
গাড়ি চালকগণ ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি পাবেন এ সংক্রান্ত পরিপত্রটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড