জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৭ আগস্ট ২০১৯ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১৫১.১৬.০৩৬.১২(অংশ-১)-১৬১ নম্বর পরিপত্রের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়ক কর্মচারী (পূর্ব পদ-চাপরাশি) পদনাম অফিস সহায়ক হিসেবে পরিবর্তন করা হয়েছে।
সরকারি অফিসে বিদ্যমান পুরানো পদনাম পরিবর্তন সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৪ ফেব্রুয়ারি ২০১৪ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১৫১.১৬.০৩৬.১২-৫০ সংখ্যক পরিপত্রের (গ) এর ১১ নং ক্রমিকে বর্ণিত প্রধান মন্ত্রীর কার্যালয়ের সহায়ক কর্মচারী (পূর্বপদ-চাপরাশি) পদের পদনাম “অফিস সহায়ক ” হিসেবে পরিবর্তন করা হলো।
২। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পরিপত্রটি স্বাক্ষর করেছেন সচিব ফয়েজ আহম্মদ।
চাপরাশি পদনাম অফিস সহায়ক হিসেবে পরিবর্তন সংক্রান্ত পরিপত্রটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: সকল পদনামতো ২০১৪ সালেই পরিবর্তন করা হয়েছে এটা আবার কি?
- উত্তর: সহায়ক কর্মচারী বা চাপরাশি পদটি চাপরাশি থেকে সহায়ক কর্মচারী করা হয়েছিল। যেহেতু চাপরাশি পিয়ন বা অফিস সহায়ক পদের দায়িত্ব পালন করে তাই এই পদনামটিও পরিবর্তন করে অফিস সহায়ক করা হলো।