করোনা মহামারি উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে স্থলবন্দরসমূহ দিয়ে চিকিৎসার জন্য বাংলাদেশী নাগরিকগণের ভারতে গমণের অনুমতির আবেদন ফরম নিচে সংযুক্তি করা হয়েছে।
- সংযুক্তি গুলো চেক করে নিবেন আবেদনপত্রের সাথে দিয়েছিন কিনা।
- আবেদন অবশ্যই সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর দাখিল করতে হবে।
- রোগের কারণ উল্লেখ করতে হবে।
- ভিসার ও পাসপোর্টের মেয়াদ চেক করে নিবেন।
- পূর্বে ভারতে চিকিৎসা গ্রহণ করে থাকলে তার প্রমানক যুক্ত করে দিতে হবে।
- আবেদনকারীর স্বাক্ষর আছে কিনা চেক করে নিন।
উপরোক্ত তথ্যসমূহ উল্লেখপূর্বক এই সংক্রান্ত কাগজপত্রাদি সংযুক্ত করে সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দৃষ্টি: আকর্ষন: অতিরিক্ত সচিব (নিরা: ও বহি:) অথবা উপসচিব (বহিরাগমন-০২) বরাবর দরখাস্ত দাখিল করতে হবে।
চিকিৎসার জন্য বাংলাদেশি নাগরিকগণের ভারতে গমনের অনুমতির আবেদন ফরম: ডাউনলোড