ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

ব্যাংক ইস্যু: পেন্ডিং চেকগুলি ক্লিয়ারের সময়সূচী ঘোষণা।

দেশের বিভিন্ন স্থানে অভ্যন্তরীণ পন্য সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং উক্ত সময়ে OMS কার্যক্রমসহ দুস্থ ও অসহায় জনসাধারণকে প্রদেয় নানাবিধ সহায়তা সম্পর্কিত জরুরী আন্তব্যাংক লেনদেন সম্পন্নের সুবিধার্থে ৩০ মার্চ হতে ০২ এপ্রিল, ২০২০ সময়ে সাধারণ ছুটির দিনগুলিতে নিম্নোক্ত সূচি মোতাবেক ক্লিয়ারিং হাউজ সচল থাকবে।

পেমেন্ট সিস্টেমূল ডিপার্টমেন্ট

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা।

পিএসডি সার্কুলার সেলটার নং-৫ তারিখ: ২৯/০৩/২০২০

প্রিয় মহোদয়,

বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ (BACH)  ৩০.০৩.২০২০ হতে ০২.০৪.২০২০ তারিখে চালু রাখা প্রসঙ্গে।

২৯ মার্চ হতে ০২ এপ্রিল ২০২০ সময়ের জন্য সরকর ঘোষিত সাধারণ ছুটিকালে সীমিত ব্যাংকিং লেনদেন চালু রাখার জন্য ডিওএস হতে জারীকৃত লেটার নং ০৬ ও ০৭ হতে জারীকৃত সার্কুলার লেটার নং -০৪ এর অণুবৃত্তিক্রমে জানানো যাচ্ছে যে, চলতি সপ্তাহে নিত্য প্রয়োজনীয় পন্য, জরুরী চিকিৎসা ও অন্যান্য সেবা সামগ্রী সরবরাহ, সরকার কর্তৃক প্রদেয় বিভিন্ন সামাজিক ভাতাদি, সরকারী নানাবিধ সেবামূল্য, দেশের বিভিন্ন স্থানে অভ্যন্তরীণ পন্য সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং উক্ত সময়ে OMS কার্যক্রমসহ দুস্থ ও অসহায় জনসাধারণকে প্রদেয় নানাবিধ সহায়তা সম্পর্কিত জরুরী আন্তব্যাংক লেনদেন সম্পন্নের সুবিধার্থে ৩০ মার্চ হতে ০২ এপ্রিল, ২০২০ সময়ে সাধারণ ছুটির দিনগুলিতে নিম্নোক্ত সূচি মোতাবেক Bangladesh Automated Clearing House (BACH):

ক) BACPS এর High Value Clearing-Presentment Cut Off Time-11.00 Am, Return Cut off Time-12.00 PM এবং

Regular Value Clearing: Presentment Cut off Time-11.30 am, Return Cut off Time-12.30 PM

খ) উপরোক্ত দিনগুলিতে BEFTN এর দুটি সেশন পূর্বের সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আপনাদের বিশ্বস্ত,

(মো: মেজবাউল হক)

মহাব্যবস্থাপক

পেন্ডিং চেকগুলি ক্লিয়ারের সময়সূচী ঘোষণা: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *