বর্তমানে জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়। ০৭ মার্চ ২০১৮ খ্রি: তারিখের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। এস.আরও নং ৭৯-আইন/২০১৮-জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর ধারা ২৩ প্রদত্ত ক্ষমতাবলে সরকার বেশ কিছু সংশোধন আনয়ন করিয়াছেন।
১। শিরোনাম ও প্রয়োগ।-(১) এই বিধিমালা জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা, ২০১৮ নামে অভিহিত হইবে।
২। সংজ্ঞা।-
৩। নিবন্ধনের কতিপয় সাধারণ বিধান।-
৪। নিবন্ধকের দায়িত্ব।-
৫। রেজিস্ট্রার জেনারেল এর দায়িত্ব ও কার্যাবলী।-
৬। প্রধান নির্বাহী।-
৭। ক্ষমতা অর্পন।-
৮। তথ্য প্রদানকারী অন্যান্য ব্যক্তি।-
৯। জন্ম নিবন্ধন।-
১০। প্রবাসীগণের জন্ম নিবন্ধন।-
১১। মৃত্যু নিবন্ধন।-
১৩। সনদের প্রতিলিপি প্রদান।-
১৪। নিবন্ধন বহি সংরক্ষণ।-
জন্ম ও মৃত্যু নিবন্ধন এর নতুন গেজেট ২০১৮ PDF : ডাউনলোড | আইন ২০০৪ । জন্ম-মৃত্যু নিবন্ধন এর আইন,বিধিমালা ও পরিপত্র । বিডিরিস