জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

জিপিএফ এ জমাকৃত অর্থ চুড়ান্ত উত্তোলনে সেবা সহজীকরণ নির্দেশনা ২০২২

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসরােত্তর ছুটি ভােগরত কর্মকর্তাগণ সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থের চূড়ান্ত উত্তোলনের নিমিত্ত চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, জনপ্রশাসন মন্ত্রণালয়কে উল্লিখিত কর্মকর্তাগণের অনুকূলে সরাসরি অথরিটি সরবরাহ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রশাসন-৫ শাখা 

www.mopa.gov.bd

স্মারক নম্বর: ০৫.০০.০০০০.১১৪.৯৯.০০৫.২১.১৯৮ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২২

বিষয: সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ চুড়ান্ত উত্তোলনের ক্ষেত্রে সেবা সহজীকরণ। 

উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তাগণের সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলনের জন্য প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। পরবর্তীতে জি.ও সংগ্রহ করে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের অথরিটি নিয়ে পুনরায় অথরিটিতে প্রতিস্বাক্ষরের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসার কারণে সময় ক্ষেপণ হয়।

০২। সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলনের জন্য আবেদনকারী কর্মকর্তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে একাধিকবার যেন আসতে না হয় অর্থাৎ সেবা সহজীকরণের নিমিত্ত এ অফিসের জি,ও ব্যতিরেকে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় হতে সরাসরি অথরিটি সরবরাহ প্রয়ােজন।

০৩। বর্ণিতাবস্থায়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসরােত্তর ছুটি ভােগরত কর্মকর্তাগণ সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থের চূড়ান্ত উত্তোলনের নিমিত্ত চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, জনপ্রশাসন মন্ত্রণালয়কে উল্লিখিত কর্মকর্তাগণের অনুকূলে সরাসরি অথরিটি সরবরাহ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে। উল্লিখিত কর্মকর্তাগণ সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থের চূড়ান্ত উত্তোলনের জন্য প্রথমে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অথরিটি সংগ্রহ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চূড়ান্ত মঞ্জুরির জন্য আবেদন করবেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, জনপ্রশাসন মন্ত্রণালয় এর সাথে বৈঠক হয়েছে। উভয় কার্যালয়ের সম্মতিতে সেবা সহজীকরণের এ প্রস্তাব গৃহীত হয়েছে।

আব্দুল্লাহ আরিফ মােহাম্মদ

সিনিয়র সহকারী সচিব

ফোন: ৯৫৪০৩৭৮ 

ইমেইল: adminpen@mopa.gov.bd

জিপিএফ এ জমাকৃত অর্থ চুড়ান্ত উত্তোলনে সেবা সহজীকরণ নির্দেশনা ২০২২: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *