সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

জেলা কোটাসহ অন্যান্য কোটা নির্ধারণ করার নিয়ম ২০২২

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা পদ্ধতি বিলুপ্ত হলেও ৩য় ও ৪র্থ শ্রেণীর চাকরিতে কোটা পদ্ধতি বিদ্যমান তাছাড়া জেলা কোটা পদ্ধতি যেহেতু কার্যকর রয়েছে সেটি কিভাবে নির্ধারিত হয় সেটি জানাও জরুরি।

জেলা কোটা/বিভাগীয় কোটা বন্টন পদ্ধতি

স্মারক নং Est/RI/R-73/72-109(500), তারিখ : ৫ সেপ্টেম্বর, ১৯৭২-তে নিম্নরূপ নির্দেশনা রহিয়াছে-

(১) পদের সংখ্যা ৪ এর কম হইলে ঐ প্রকার চাকরিতে যে বিভাগের প্রতিনিধিত্ব কম, উক্ত বিভাগকে অগ্রাধিকার দিতে হইবে। (অনুচ্ছেদ-২) 

(২) জেলা কোটা শ্রেণির ভিত্তিতে নির্ধারণ করিতে হইবে। (অনুচ্ছেদ-১)। 

(৩) যে অফিসের এখতিয়ার (jurisdiction) শুধু একটি জেলায় সীমাবদ্ধ, উক্ত অফিসের পদসমূহ উক্ত জেলা হইতে পূরণ করিতে হইবে। উক্ত অফিসের এখতিয়ার একাধিক জেলায় হইলে সংশ্লিষ্ট একাধিক জেলা হইতে জনসংখ্যার ভিত্তিতে পূরণ করিতে হইবে। (অনুচ্ছেদ-৫)। 

(৪) জেলাওয়ারী বন্টনের ক্ষেত্রে ভগ্নাংশ বাদ যাইবে এবং এইরূপ সমস্ত ভগ্নাংশ একত্র করিয়া উক্ত প্রকার চাকরিতে উক্ত অফিসে যে বিভাগের প্রতিনিধিত্ব কম ঐ বিভাগে বিতরণ করিতে হইবে। (অনুচ্ছেদ-৬)।

(৫) পূরণযােগ্য শূন্যপদের সংখ্যার ভিত্তিতে কোটার বিভাজন হইবে। শূন্যপদ জেলার জনসংখ্যার অনুপাতে বন্টিত হইবে। কম পদসংখ্যার কারণে জেলাওয়ারী বন্টন না করা গেলে বিভাগওয়ারী জনসংখ্যার ভিত্তিতে বন্টিত হইবে। (অনুচ্ছেদ-১)

টেকনিক্যাল পদ পূরণের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি

টেকনিক্যাল পদ/শিক্ষা প্রতিষ্ঠানের পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার প্রাপ্য কোটার পরিমাণ সংখ্যক যােগ্য প্রার্থী পাওয়া না গেলে দেশের যে কোন জেলা হইতে উক্ত পদ পূরণ করা যাইবে। (Personnel Manual-4.024 I এবং স্মারক নং ED/R-I/R-56/75/52, তারিখ : ৮ এপ্রিল, ১৯৭৬)

আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের সার্টিফিকেট

আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদেরকে আবেদনের সহিত জেলা প্রশাসক/জেলা আনসার এডজুটেন্ট এর সার্টিফিকেট সংযুক্ত করিতে হইবে। (জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং ইডি/রেগ১/এম-১৪/৭৯-১০২(২০০), তারিখ : ১৬ নভেম্বর, ১৯৭৯)

এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা পূরণ

(১) এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য নির্ধারিত কোটার প্রার্থী পাওয়া না গেলে উক্ত কোটার অপূর্ণ পদগুলি সাধারণ কোটায় অন্তর্ভুক্ত করিয়া পূরণ করা যাইবে। (জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং সম(বিধি-১)এস-৬/২০০২-২৫০(১০০), তারিখ : ২৫ অক্টোবর, ২০০৩)

(২) জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং সম/আর-১/এস-৫/৯০-২৩০(২৫০), তারিখ : ৩০ জুন, ১৯৯০ অনুযায়ী এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ননগেজেটেড পদে সংরক্ষিত ১০% কোটা পুলিশ ও সশস্ত্র বাহিনীতে নিয়ােগের ক্ষেত্রেও প্রযােজ্য হইবে

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়ােগ কোটা পদ্ধতি

এস আর ও নং ৬২-আইন/৯১, তারিখ : ৯ ফেব্রুয়ারি, ১৯৯১ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে সরাসরি নিয়ােগের কোটা হইতেছে মহিলা-৬০%, পােষ্য-২০% এবং পুরুষ প্রার্থী-২০%।

চাকুরীতে সরাসরি নিয়োগের নির্ধারিত কোটা পদ্ধতির সংশোধন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *