শিক্ষা প্রতিষ্ঠান ২ দিন বন্ধ রাখার আদেশ জারি ২০২২ – বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ২দিন ছুটি ঘোষণা করা হয়েছে এবং এছাড়াও সরকারি প্রতিষ্ঠানের অফিস টাইম কমানো হয়েছে। ফলে অফিস আদালত স্কুল কলেজ বন্ধ হবে নির্ধারিত সময়েই আগেই ফলে বৈদ্যুতিক পাখা, লাইট, এসি ইত্যাদি বন্ধ থাকবে।

স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুদিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, কবে থেকে ছুটি কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে।লোডশেডিং পরিস্থিতি বিবেচনা ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুদিন বন্ধ রাখার বিষয়ে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল। আজ এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত এলো এবং শিক্ষা মন্ত্রণালয় আদেশও জারি করে দিয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান ২ দিন বন্ধ ঘোষণা ২০২২ / স্কুল কলেজের সাপ্তাহিক ছুটি ২ দিন।

বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখিতার কারণে আমদানিনির্ভর জ্বালানি পণ্য আমদানি ও সরবরাহে হিমশিম খাচ্ছে সরকার। সরকার আশঙ্কা করছে, অনেক বেশি দামে জ্বালানি পণ্য আমদানি ও সরবরাহ অব্যাহত রাখলে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে৷

এ কারণে সরকার বিদ্যুৎ ও তেলের খরচ কমানোর একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। সিদ্ধান্তগুলো হলো-সরকারি সব দপ্তরে বিদ্যুতের ২৫ শতাংশ ব্যবহার কমানো; জ্বালানি খাতের বাজেট বরাদ্দের ২০ শতাংশ কম ব্যবহার।

বিদ্যুৎ অপচয় রোধে কী করণীয় ২০২২

  • টিউব লাইটে ভালো মানের ইলেকট্রনিক্স ব্যালেষ্ট ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে।

     

  • ফ্যানের ইলেকট্রনিক্স রেগুলেটর হলে বিদ্যুৎ বিলের খরচ বেঁচে যাবে।

     

  • বিভিন্ন পয়েন্টে অযথা চার্জার লাগিয়ে রাখলেও কিছু বিদ্যুৎ খরচ হয়।

     

  • প্রয়োজন ব্যাতীত ওভেন, ফ্যান, পিসি ইত্যাদি বন্ধ করে রাখুন।

     

  • বিদ্যুৎ সংযোগ খারাপ থাকলে বিদ্যুৎ খরচ বেশি হয়।

     

  • অ্যানার্জি সেভার বাল্ব ব্যবহার শুরু করুন।

     

  • ওয়াশিং মেশিনে অনেক বিদ্যুৎ পোড়ে।

     

  • ড্রায়ারে বা ফ্যান ছেড়ে কাপড় শুকানোর বদলে বারান্দা বা ছাদে মেলে দিন।

     

  • রেফ্রিজারেটরের কয়েল পরিষ্কার রাখুন।

     

  • কাপড় ইস্ত্রি কম করুন।

     

  • এসি ছেড়ে ঘুমাবেন না। কারণ ফ্যানের চেয়ে এসিতে বিদ্যুৎ অপচয় হয় বেশি।

     

  • পানি গরম করতে গিজার বা হিটার ব্যবহার কমিয়ে দিন।
  •  ঘর থেকে বের হওয়ার সময় লাইট ফ্যানের সুইচ বন্ধ করে দেওয়া অভ্যাস করুন।

     

  • মাইক্রোওয়েভ, রাইস কুকার, কারি কুকার ইত্যাদি একেবারেই বাধ্য না হলে ব্যবহার করবেন না।

     

  • ডিম লাইট ও ইলেক্ট্রনিং বেলাষ্ট ডিম লাইট ব্যবহার করুন।

     

  • লাইট না জ্বালিয়ে ঘরের জানালা-দরজা খুলে রাখুন খুলে রাখুন দিনের বেলায়।

     

  • বিভিন্ন উৎসব কিংবা অনুষ্ঠানে আলোকসজ্জা কমানোর ব্যবস্থা করুন।

     

  • বিভিন্ন প্রতিষ্ঠানে অযথা বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখা বন্ধ করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আদেশ কি জারি হয়েছে?

হ্যাঁ হয়েছে।– চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে।

জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ২ দিন বন্ধ রাখার আদেশ জারি ২০২২: ডাউনলোড