সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করিয়া শান্তিগঞ্জ উপজেলা নামকরণ করা হইল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
উপজেলা-১ শাখা
প্রজ্ঞাপন
তারিখ: ২৬ শ্রাবণ ১৪২৮/১০ আগস্ট ২০২১
নং-৪৬.০০.০০০০.০৪৬.০১৮.১৫২.২০১৯.১৮।-গত ২৬ জুলাই ২০২১/১১ শ্রাবণ ১৪২৮ তারিখে অনুষ্ঠিত প্রশাসনিক পুনবির্ন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৭তম সভায় সুনামগঞ্জ জেলার “দক্ষিণ সুনামগঞ্জ” উপজেলার নাম পরিবর্তন করিয়া ” শান্তিগঞ্জ” উপজেলা নামকরণ করা সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
২। উল্লিখিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করিয়া শান্তিগঞ্জ উপজেলা নামকরণ করা হইল।
৩। এই আদেশ জনস্বার্থে জারি করা হইল এবং অবিলম্বে কার্যকর হইবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
মমতাজ বেগম
সিনিয়র সহকারী সচিব
“দক্ষিণ সুনামগঞ্জ” উপজেলার নাম পরিবর্তন করিয়া ” শান্তিগঞ্জ” নামকরণ করা সিদ্ধান্ত: ডাউনলোড