পরিবার সঞ্চয়পত্র ২০০৯ সালে বাংলাদেশে চালু হয়। এটি ৫ বছর মেয়াদী হয়ে থাকে। মহিলাদের স্বাবলম্বী করতে ১০,০০০ টাকা টাকা থেকে গুনিতক হারে যেমন ২০,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা মূল্যের সঞ্চয়পত্র ক্রয় করা যাবে তবে সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকার অধিক ক্রয় করা যাবে না।। পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে চাইলে জেলা জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকসহ তফসিলী ব্যাংকসমূহ এবং ডাকঘরে স্বশরীরে যেতে হবে।
আপনি ক্রয় বা সঞ্চয়পত্র নগদায়নের জন্য বিক্রয় কেন্দ্রেই যোগাযোগ করতে হবে। বাংলাদেশের ১৮ (আঠার) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা, যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ওমহিলা) এবং ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের বাংলাদেশী (পুরুষ ও মহিলা) নাগরিক পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন।। পেনশনার সঞ্চয়পত্রের পরই পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার অর্থাৎ ১১.৫২% মেয়াদান্তে মুনাফা প্রদান করা হয় তবে মেয়াদের পূর্বে নগদায়ন করলে সর্বনিম্ন ৯.৫% মুনাফা পাওয়া যাবে।
বিনিয়োগ যদি বর্তমানে ১৫ লক্ষ টাকা অতিক্রম করে তবে মুনাফার হার স্ল্যাবভিত্তিক নির্ধারণ করা হবে। ১৫ লক্ষ টাকা পর্যন্ত মুনাফর হার একই থাকলেও পরবর্তী ৩০ লক্ষ পর্যন্ত ভিন্ন হার প্রযোজ্য হইবে। একইভাবে পরও পরবর্তী বিনিয়োগের উপর অর্থাৎ ৩০ লক্ষ টাকা বিনিয়োগের উপর ভিন্ন মুনাফা হার প্রযোজ হইবে।
ধরি রহিমা ৪৫ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেছে তবে তার মাসিক মুনাফা কিভাবে নির্ধারিত হবে? উত্তর: ১৫ লক্ষ টাকা পর্যন্ত করবাদে মাসিক ৮৬৪ টাকা হারে ৮৬৪*১৫ = ১২৯৬০ টাকা। অবশিষ্ট ৩০ লক্ষ টাকা পর্যন্ত ৭৮৭.৫০ টাকা মাসিক হারে ১৫*৭৮৭.৫০ = ১১,৮১২.৫০ টাকা এবং অবশিষ্ট ১৫ লক্ষ টাকার উপর মাসিক ৭১২.৫০ টাকা হারে ১৫*৭১২.৫০ = ১০,৬৮৭.৫০ টাকা। ৪৫ লক্ষ টাকা বিনিয়োগের জন্য রহিমা প্রতিমাসে সর্বমোট ১২৯৬০+১১৮১২.৫০+১০,৬৮৭.৫০ = ৩৫,৪৬০ টাকা মাসিক মুনাফা পাবেন যা তার ব্যাংক হিসাবে ক্রেডিট হবে। প্রমানক কি? জাতীয় সঞ্চয়পত্র মুনাফার হার পুন নির্ধারণ ২০২১
পরিবার সঞ্চয়পত্রের বড় সুবিধা হল- মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয় হয়। নমিনী নিয়োগ করা যায়। হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেটসঞ্চয়পত্র ইস্যু করা যায়। সঞ্চয়পত্র এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায়।
সঞ্চয়পত্রটি ক্রয়ের সময় ক্রেতার ২ (দুই) কপি ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্টের ফটোকপি, নমিনী থাকলে প্রত্যেকের ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি প্রদান করতে হবে। সঞ্চয়পত্র ব্যাংক ঋণের জন্য জামানত/আমানত হিসেবে ব্যবহার করা যাবে না। ব্যবসা-বানিজ্যে সঞ্চয়পত্র জামানত হিসাবে ব্যবহার করা যাবে না।
মাত্র ১০ হাজার টাকা থাকলেও কি পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে?
হ্যাঁ যাবে। আপনি যদি মাত্র ১০ হাজার টাকাও বিনিয়োগ করেন তবে প্রতি মাসে ৯৬ টাকা হরে মুনাফা পাইতে থাকবেন। ব্যাংকে এটি করলে স্বয়ংক্রিয়ভাবে মুনাফা এসে জমা হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের উৎসাহ দিতেই এ সঞ্চয়পত্র চালু হয়েছে।