ডাকঘর সঞ্চয়পত্রে বিনিয়োগ নিরাপদ বিনিয়োগ। যদিও আয়কর বৃদ্ধি করা হয়েছে তবু আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন ডাকঘর সঞ্চয়পত্রে। নিম্নে ডাকঘর সঞ্চয়ের বিভিন্ন সুবিধা সম্পর্কে আলোচনা করা হলো।

বাংলাদেশ ডাক বিভাগ

প্রধান ডাকঘর-৫৮০০

জাতীয় সঞ্চয় স্কীমের মুনাফার হার যা ০১-০৭-২০১৯ ইং থেকে কার্যকর (১০% উৎসে আয়কর সহ)

০১। পরিবার সঞ্চয়পত্র ০৫ বছর মেয়াদী

মুনাফার হার ১১.৫২%, উৎসে আয়কর দিতে হবে ১০% তাহলে ভ্যাটসহ মাসিক মুনাফা প্রতি লাখে ৯৬০ টাকা, উৎসে আয়কর ৯৬ টাকা, নীট মুনাফা ক্যাশ হিসাবে হাতে পাওয়া যাবে ৮৬৪/- মাসিক।

০২। ০৩ মাস মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র

মুনাফার হার ১১.০৪%, উৎসে আয়কর দিতে হবে ১০% তাহলে ভ্যাটসহ ত্রৈমাসিক মুনাফা প্রতি লাখে ২,৭৬০ টাকা, উৎসে আয়কর ২৭৬ টাকা, নীট মুনাফা ক্যাশ হিসাবে হাতে পাওয়া যাবে ২,৪৮৪/- ত্রৈমাসিক।

০৩। পেনশনার সঞ্চয়পত্র

মুনাফার হার ১১.৭৬%, উৎসে আয়কর দিতে হবে ১০% তাহলে ভ্যাটসহ ত্রৈমাসিক মুনাফা প্রতি লাখে ২,৯৪০ টাকা, উৎসে আয়কর ২৯৪ টাকা, নীট মুনাফা ক্যাশ হিসাবে হাতে পাওয়া যাবে ২,৬৪৬/- ত্রৈমাসিক।

০৪। বাংলাদেশ সঞ্চয়পত্র

মুনাফার হার ১১.২৮%, উৎসে আয়কর দিতে হবে ১০% তাহলে ভ্যাটসহ ৫ বছর পর মুনাফা প্রতি লাখে ৫৬,৪০০ টাকা, উৎসে আয়কর ৫,৬৪০ টাকা, নীট মুনাফা ক্যাশ হিসাবে হাতে পাওয়া যাবে ৫০,৭৬০/- পাঁচ বছর মেয়াদান্তে।

০৫। মেয়াদী হিসাব

মুনাফার হার ১১.২৮%, উৎসে আয়কর দিতে হবে ১০% তাহলে ভ্যাটসহ ০৩ বছর পর মুনাফা প্রতি লাখে ৩৩,৮৪০ টাকা, উৎসে আয়কর ৩,৩৮৪ টাকা, নীট মুনাফা ক্যাশ হিসাবে হাতে পাওয়া যাবে ৮৬৪/- ০৩ বছর মেয়াদান্তে। ।

০৬। সাধারণ হিসাব

মুনাফার হার ৭.৫০%, উৎসে আয়কর দিতে হবে ১০% ।

সংশোধনী: ৫ লক্ষ বা তার টাকার সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে ৫% পার্সেন্ট আয়কর প্রযোজ্য হইবে।

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: জুলাই মাসে বকেয়া অর্থ উত্তোলন করলে পুরো মুনাফার উপরই কি আয়কর দিতে হবে?
  • উত্তর: হ্যাঁ । দিতে হবে।

 

  • প্রশ্ন: একজন পুরুষ মানুষ কি পরিবার সঞ্চয় পত্র ক্রয় করতে পারবে?
  • উত্তর: না। মহিলা ক্রয় করতে পারবে। আপনার স্ত্রীকে দিয়েও ক্রয় করতে পারবেন।

ডাকঘর সঞ্চয়পত্রে বিনিয়োগের নোটিশবোর্ডের স্কিম যুক্ত JPG ফাইলটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

https://youtu.be/HISuICn3FQs
ডাকঘর সঞ্চয়পত্রে প্রতি লাখে বিনিয়োগে মাসিক প্রাপ্য মুনাফা সংক্রান্ত ভিডিও

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2984 posts and counting. See all posts by admin