বি এস আর, পার্ট -১ এর বিধি-৪৮৪ অনুসারে পেনশনার মৃত্যুবরণ করিলে এক বৎসরের মধ্যে আবেদন করা হইলে বকেয়া পেনশনের অর্থ তাঁহার আইনসংগত উত্তরাধিকারীগণকে প্রদান করা যাইবে। এক বৎসরের মধ্যে আবেদন না করিলে পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষের মঞ্জুরী ব্যতিরেকে তাহা প্রদান করা যাইবে না।
আরও বিস্তারিত জানতে পেনশন বিধিমালা দেখে নিতে পারেন: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: পারিবারিক পেনশন মঞ্জুরে শেষ অফিসই যথেষ্ট?
- উত্তর: হ্যাঁ। এক বৎসরের কম সময় হলে আঞ্চলিক অফিসই পারিবারিক পেনশনের আবেদন এজি অফিসে অগ্রায়ন দিতে পারবে।
- প্রশ্ন: ১ বৎসরের বেশি সময় হলে পেনশন মঞ্জুরী কর্তৃপক্ষের মাধ্যমে পারিবারিক পেনশন নিতে হবে?
- উত্তর: হ্যাঁ। সদর দপ্তর প্রধান বা পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষের মাধ্যমে নিতে হবে।