১৬-০৯-২০১৮ খ্রি: তারিখে অর্থ মন্ত্রণালয়ের আদেশের মাধ্যমে এজি অফিসকে জানানো হয়েছে যে, ১ জুলাই ২০১৫ তারিখে বা উহার পর পিআরএল ভোগরত কর্মচারীগণের ছুটি পাওনা সাপেক্ষে ১৮ (আঠার) মাসের ছুটি নগদায়নের সুবিধা প্রদানের ক্ষেত্রে মূল বেতনের সাথে ২০% মহার্ঘ ভাতা যোগ করার কোন অবকাশ নেই।
- অনেকের মামলা থাকাকালীন পিআরএল এ থাকে।
- কোন কারণে লাম্প এমাউন্ট গ্রহণ করে না থাকলে।
পিআরএল ভোগরত কর্মচারীগণের ছুটি পাওনা সাপেক্ষে ১৮ (আঠার) মাসের ছুটি নগদায়নের সুবিধা প্রাপ্য বিস্তারিত সরকারি আদেশে: ডাউনলোড