সারা দেশে ইউনিয়ন পরিষদের সচিবের নাম পরিবর্তনেরও চেষ্টা চলছে। মূলত পদনামগুলো যুগোপযোগী করতেই এসব নাম সরকার পরিবর্তন করছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
পেীর-১ শাখা।
স্মারক নং-৪৬.০০.০০০০.০৬৩.৯৯.০২৭.২২.৫১২ তারিখ: –
২১ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ।
বিষয়: পৌরসভার সচিব’ পদের নাম ‘পৌর নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতিস্থাপন।
স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী পৌরসভার সচিব’ পদের নাম ‘পৌর নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতিস্থাপিত হয়েছে (কপি সংযুক্ত)।
০২।এমতাবস্থায়, উক্ত পদনাম প্রতিস্থাপনের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলো।
(মােহাম্মদ ফারুক হােসেন)
উপসচিব
ফোন: ৯৫১৪১৪২
e-mail:gpaurai@lgd.gov.bd
পৌরসভার সচিব’ পদের নাম ‘পৌর নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতিস্থাপন: ডাউনলোড