বাসা । অফিস কক্ষ । ডরমেটরী বরাদ্দ

প্রতিরক্ষা গোয়েন্দা কর্মচারীগণ আবাসন পরিদপ্তরে বরাদ্দ পাইবেন।

পূর্ত মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি নং আই, পি-৮৬/৮৩/৮০, তারিখ ১৮-৯-৮৩ এর আংশিক পরিবর্তন করতঃ জানানো যাইতেছে যে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের বেসামরিক কর্মকর্তা/কর্মচারী যাহারা প্রতিরক্ষা খাত হইতে বেতন পাইতেছেন তাঁহারা বরাদ্দ বিধি-৮২ অনুযায়ী সরকারী আবাসন পরিদপ্তর হইতে বাসা বরাদ্দ পাইবেন। তবে যাহারা এ, বি, সি শ্রেণীর বাসস্থান পাওয়ার যোগ্য তাহারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুলে ন্যস্তকৃত বাসা হইতে বরাদ্দ পাইবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পূর্ত মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।


বিজ্ঞপ্তি


নং-১(৮০)/এন, ডি/৮০-ডিএ/২৫১- তারিখ:

পূর্ত মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি নং আই, পি-৮৬/৮৩/৮০, তারিখ ১৮-৯-৮৩ এর আংশিক পরিবর্তন করতঃ জানানো যাইতেছে যে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের বেসামরিক কর্মকর্তা/কর্মচারী যাহারা প্রতিরক্ষা খাত হইতে বেতন পাইতেছেন তাঁহারা বরাদ্দ বিধি-৮২ অনুযায়ী সরকারী আবাসন পরিদপ্তর হইতে বাসা বরাদ্দ পাইবেন। তবে যাহারা এ, বি, সি শ্রেণীর বাসস্থান পাওয়ার যোগ্য তাহারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুলে ন্যস্তকৃত বাসা হইতে বরাদ্দ পাইবেন।


এই আদেশ অবিলম্বে কার্যকরী হইবে।


রাষ্ট্রপতির আদেশক্রমে,
মোঃ জামান হোসেন
যুগ্ম-সচিব (প্রঃ)।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।