সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

প্রাথমিক বিদ্যালয়ের ১৯ দিন ছুটি মূলত ৩ টা ছুটির সমষ্টি!

১৯ দিন বন্ধ! ১৯ দিন ছুটি মূলত ৩ টা ছুটির সমষ্টি। ১. গ্রীষ্মকালীন ছুটি দিন, ২. পবিত্র ঈদ উল আযহা ছুটি, ৩. আষাঢ়ী পূর্ণিমার ছুটি। সরকারি কর্মচারীরা প্রতি ৩ বছর অন্তর শ্রান্তি বিনোদনের ভাতা এবং ১৫ দিনের ছুটি পেয়ে থাকেন। প্রাথমিক শিক্ষকরা শ্রান্তি বিনোদনের ছুটি পবিত্র রমজান মাসে যুক্ত করা হয় কিন্তু এবছর রমজান এবং ঈদের ছুটি মিলে ১৫ দিন ছুটি ছিল না তাই এবার গ্রীষ্মকালীন ছুটি, ঈদ উল আযহার ছুটি এবং আষাঢ়ী পূর্ণিমার ছুটি একসঙ্গে করে ১৯ দিনের ছুটি দেওয়া হয়েছে যাতে করে শিক্ষকর শ্রান্তি বিনোদনের ভাতার টাকা উত্তোলন করতে পারে।

উল্লেখ্য করোনাকালীন শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের জন্য পবিত্র রমজানের ছুটি সংক্ষিপ্ত করার কারণে শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরীতে সমস্যা দেখা দেয়ায় এ সিধান্ত নেয়া হলো। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সরকারের অবকাশকালীন বিভাগের কর্মচারি হবার কারণে ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করতে পারেন না। তাদের এ ছুটিকে সাধারণত রমজানের ছুটির সাথে সমন্বয় করে শ্রান্তি বিনোদন ছুটি এবং ১ মাসের মূলবেতনের সমপরিমাণ ভাতা মঞ্জুর করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮,০১,০০০০,৪০০-০৮.০০১.২২.১৪১ তারিখ. ২০ এপ্রিল ২০২২

বিষয়: সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১২ খ্রিস্টাব্দের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি সমন্বয়।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং ৩৮.০০.০০০০.০০৭.০৮.০০২, ২০২১-৭৯, তারিখ: ১৮/০৪/২০২২খ্রি:

উপর্যুক্ত বিষষ ও সুত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১২ খ্রিস্টাব্দের দুটি তালিকায় গ্রীষ্মকালীন ভুটি ১৬-২৩ মে ২০২২ তারিখ নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনােদন ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বে নির্ধারিত্র গ্রীষ্মকালীন দুটি ১৬২৩ মে ২০১২ তারিখের পরিবর্তে ২৮ জুন-০৫জুলাই ২০১৭ তারিখ সমন্বয়পুর্বক নির্ধারণ করা হলাে।

এমতাবস্থায়, আগামী ২৮ জুন- ৫ই জুলাই ২০২২ গ্রীষ্মকালীন ছুটি ও ৬-১৬ জুলাই ২০২২ পর্যন্ত ঈদ-উল-আযহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখিত বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হইল।

মনীষ চাকমা

পরিচালক

ফ্যাক্স: 02-9038122

প্রাথমিক বিদ্যালয়ের ১৯ দিন ছুটি মূলত ৩ টা ছুটির সমষ্টি: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *