ফর্ম I আবেদনপত্র । নমুনা

প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকারী ঘোষণাপত্র।

পেনশন সহজীকরণ স্মারকের ৪.০৫ (ক) অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকুরে নিজে পূরণ করিবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের ….তারিখের স্মারক নং অম/অবি/বিধি-১/৩পি-২৬/৮৬ (অংশ-২)…এর ৪.০৫ (ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকারী ঘোষণাপত্র দাখিল করতে হয়।

  • উত্তরাধিকারীদের নাম ও জন্মতারিখ লিখতে হয়।
  • পেনশনারের সাথে তাদের সম্পর্ক।
  • কে কত অংশ পাবে পেনশনের তা উল্লেখ করতে হয়।
  • উত্তরাধিকারী প্রতিবন্ধী হলে তা উল্লেখ থাকতে হয়্
  • সকল উত্তরাধিকারীর স্ট্যাম্প সাইজ ছুটি লাগিয়ে দিতে হয়।

প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকারী ঘোষণাপত্র PDF সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *