আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

বিকাশের (বিকাশ এ্যাপ) মাধ্যমে আয়করের টাকা যেভাবে জমা দিবেন।

আয়করের টাকা বিকাশ/ রকেট এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করা যায়। এ অর্থ পরিশোধের জন্য আপনাকে কোন অতিরিক্ত ফি পরিশোধ করতে হয় না। তাছাড়া আয়কর পরিশোধের জন্য ব্যাংকে গিয়ে কোন চালান বা পে-অর্ডার এর করার প্রয়োজন হয় না।

বিকাশ/রকেটে এ আয়কর পরিশোধের জন্য আপনার বিকাশ/রকেট অ্যাপ আপডেট করে নিতে হবে। আপডেট থাকলে আপনি “Income Tax Payments” সিলেক্ট করে প্রবেশ করবেন। তারপর ই-পেমেন্ট ট্যাবে আপনার ই-টিআইএন নম্বর দিয়ে Verify ট্যাবে ক্লিক করলে সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে যাবতীয় তথ্য প্রদর্শণ করবে। এরপর আপনার আয়কর এর পরিমান ও ইমেইল লিখে আয়কর পরিশোধ করবেন (চিত্র সংযুক্ত)। মেইল এ্যাড্রেস অবশ্যই দিবেন, মেইলে চালান/অর্থ পরিশোধের রিসিপ্ট পাবেন। কোড বলতে আপনার আয়কর জোনের কোড দিবেন।

Income Tax Payment অপশনটিতে ট্যাপ করুন।

অনলাইনে রিটার্ন/কর দিন। সরকারের ডিজিটাল সেবা নিন।

উপরোক্ত ঘরগুলো যথাযথ তথ্য দিয়ে পূরণ করুন।

উপরোক্ত চিত্র থেকে একাউন্টে কোড সংগ্রহ করে নিতে পারেন।

Tax with return অপশনটি সিলেক্ট করে পেমেন্ট কমপ্লিট করুন। ইমেইলে চলে আসবে চালান কপি।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *