ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

বিধবা ভাতা আবেদন ফরম 2024 । বিধবা ভাতা আবেদন করার নিয়ম কি?

বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা বাস্তবায়নকারী মন্ত্রণালয়/দপ্তরসমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর কার্যক্রম শুরুর বছর ১৯৯৮-৯৯ অর্থবছর কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য। মূলত সামাকি নিরাপত্তার অংশ হিসেবেই বিধবা ভাতার প্রচলন শুরু হয়। বিধবাদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি এবং মৌলিক অধিকার নিশ্চিতেই এটি কার্যকর করা হয়।

বিধবা ভাতা প্রদানের উদ্দেশ্য

১. বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান;

২. পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি;

৩. আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদার করা;

৪. চিকিৎসা সহায়তা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে আর্থিক সহায়তা প্রদান

বিধবা ভাতা কাদের জন্য?

বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা প্রদান কর্মসূচি আওতায় -‘বিধবা’ বলতে তাদেরকেই বুঝানো হবে যাদেরস্বামী মৃত; ‘স্বামী পরিত্যক্ত’ বলতে তাঁদেরকেই বুঝানো হবে যাঁরা স্বামী কর্তৃক তালাকপ্রাপ্তা বা অন্য যে কোন কারণেঅন্ততঃ দু’বছর যাবৎ স্বামীর সংগে যোগাযোগ বিচ্ছিন্ন বা একত্রে বসবাস করেন না ।

প্রার্থী নির্বাচনের মানদন্ড বা প্রক্রিয়া ২০২৪

(ক) নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

(খ) বয়স: বয়স অবস্যই ১৮ (আঠার) বছরের ঊর্ধ্বে হতে হবে। তবে সর্বোচ্চ বয়স্ক মহিলাকে অগ্রাধিকার প্রদান করতে হবে।

(গ) স্বাস্থ্যগত অবস্থা: যিনি শারীরিকভাবে অক্ষম অর্থাৎ সম্পূর্ণরূপে কর্মক্ষমতাহীন তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

(ঘ) আর্থ-সামাজিক অবস্থায় যে সকল বিষয় বিবেচনা করা হবে তা নিম্নরূপ:

(১) আর্থিক অবস্থার ক্ষেত্রে: নিঃস্ব, উদ্বাস্ত্ত ও ভূমিহীনকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।

(২) সামাজিক অবস্থার ক্ষেত্রে: নিঃসমত্মান, পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।

(ঙ) ভূমির মালিকানা: ভূমিহীন প্রার্থীকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে বসতবাড়ী ব্যতিত কোন ব্যক্তির জমির পরিমাণ ০.৫০ একর বা তার কম হলে তিনি ভূমিহীন বলে গণ্য হবেন।

বিধবা ভাতার পরিমান ২০২৪

বাংলাদেশ সরকার জনপ্রতি বিধবা ভাতা নির্ধারণ করেছে মাসিক ৫০০ টাকা মাত্র। যদি এ ভাতা খুবই সমান্য তবে। বিধ্যমান ভাতার আওতায় বাংলাদেশ সরকার বার্ষিক ১২৩০ কোটি টাকার অধিক ব্যয় করে থাকে। সরকার ক্রমান্বয়ে এ ভাতা বৃদ্ধি উদ্যোগ নিচ্ছে।

বিধবা ও স্বামী পরিত্যাক্ত ভাতা আবেদন ফরম প্রথম অংশ

বিধবা ও স্বামী পরিত্যাক্ত ভাতা আবেদন ফরম 2022

বিধবা ভাতা আবেদন ফরম- দ্বিতীয় অংশ

বিধবা ও স্বামী পরিত্যাক্ত ভাতা আবেদন ফরম 2022_Page_2

বিধবা ভাতা প্রাপ্তির শর্তাবলী

১. সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;

২. জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে;

৩. বয়ঃবৃদ্ধা অসহায় ও দুঃস্থ বিধবা বা স্বামী পরিত্যক্তা মহিলাকে অগ্রাধিকার প্রদান করা হবে;

৪. যিনি দুঃস্থ, অসহায়, প্রায় ভূমিহীন, বিধবা বা স্বামী পরিত্যক্তা এবং যার ১৬ বছর বয়সের নীচে ২টি সন্তন রয়েছে,তিনি ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন;

৫. দুঃস্থ, দরিদ্র, বিধবা ও স্বামী নিগৃহীতাদের মধ্যে যারা প্রতিবন্ধী ও অসুস্থ তারা ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন;

৬. প্রার্থীর বার্ষিক গড় আয়ঃ অনূর্ধ ১২,০০০ (বার হাজার) টাকা হতে হবে;

৭. বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।

বিধবা ভাতার পরিসংখ্যান

কভারেজবাজেটসেবা’র বিবরণ
শুরুতেবর্তমানেশুরুতেবর্তমানেশুরুতেবর্তমানে
৪.০৩ লক্ষ জন

(১৯৯৮-৯৯)

২০.৫০ লক্ষ জন

(২০২০-২১)

৪০.৩১ কোটি টাকা (১৯৯৮-৯৯)১২৩০.০০ কোটি টাকা

(২০২০-২১)

জনপ্রতি মাসিক ১০০ টাকা হারে ১ মাস পরীক্ষামূলক (১৯৯৮-৯৯)জনপ্রতি মাসে ৫০০ টাকা হারে সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত (২০২০-২১)

বিধবা, স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলা ভাতার কালানুক্রমিক বৃদ্ধি

অর্থবছরউপকারভোগীর সংখ্যা (হাজার জনে)জনপ্রতি মাসিক ভাতার হার (টাকায়)বার্ষিক বাজেট (কোটি টাকায়)
১৯৯৮-৯৯৪০৩.১১১০০৪.০৩১
১৯৯৯-০০৪০৩.১১১০০৪.০৩১
২০০০-০১২০৭.৫৮১০০২৫.০০
২০০১-০২২০৭.৫৮১০০২৫.০০
২০০২-০৩২৬৫.৮০১২৫৩৯.৮৭
২০০৩-০৪৫০০.০০১৫০৯০.০০
২০০৪-০৫৬০০.০০১৬৫১১৮.৮০
২০০৫-০৬৬২৫.০০১৮০১৩৫.০০
২০০৬-০৭৬৫০.০০২০০১৫৬.০০
২০০৭-০৮৭৫০.০০২২০১৯৮.০০
২০০৮-০৯৯০০.০০২৫০২৭০.০০
২০০৯-১০৯২০.০০৩০০৩৩১.২০
২০১০-১১৯২০.০০৩০০৩৩১.২০
২০১১-১২৯২০.০০৩০০৩৩১.২০
২০১২-১৩৯২০.০০৩০০৩৩১.২০
২০১৩-১৪১০১২.০০৩০০৩৬৪.৩২
২০১৪-১৫১০১২.০০৪০০৪৮৫.৭৬
২০১৫-১৬১১১৩.২০৪০০৫৩৪.৩৪
২০১৬-১৭১১৫০.০০৫০০৬৯০.০০
২০১৭-১৮১২৬৫.০০৫০০৭৫৯.০০
২০১৮-১৯১৪০০.০০৫০০৮৪০.০০
২০১৯-২০১৭০০.০০৫০০১০২০.০০
২০২০-২১২০৫০.০০৫০০১২৩০.০০

সূত্র: সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিধবা ভাতা প্রদান নীতিমালা

বিধবা ভাতা আবেদন ফরম 2024: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

13 thoughts on “বিধবা ভাতা আবেদন ফরম 2024 । বিধবা ভাতা আবেদন করার নিয়ম কি?

  • আসসালামু আলাইকুম।।আমার পরিবারের বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা এখনো আমাদের কাছে আসে নি।। কিন্তু অনেকের ভাতা তার কাছে পৌছে গেছে আমাদের এখন করনিয় কি??

    দয়া করে সাহায্য করলে,খুব উপকৃত হবো।

  • ইউনিয়ন পরিষদ বা সমাজ সেবা ডেক্স এ যোগাযোগ করুন।

  • আসসালামু আলাইকুম স্যার মেম যে বা যারা এ-ই মেসেজ পড়বেন সাহায্যে করবেন আমার মায়ের জন্য একটি বিদভা ভাতা আবেদন এর জন্য পিলিজ

  • বিধবা ভাতা কি অনলাইন সিষ্টেমে চালু হয়েছে নাকি ফর্ম পূরণ করে করতে হয়। আগের মত।

  • অনলাইন বা অফলাইনে ফরম পূরণ করতে হয়। ইউপি এবং সমাজসেবা দপ্তর সিদ্ধান্ত নিয়ে অনুমোদন করে। অর্থ ম্যানুয়ালি পরিশোধ করে।

  • আবেদন এখন বন্ধ আছে। ওপেন হলে যোগাযোগ করুন। অনলাইনে আবেদন করে হার্ড কপি ইউপিতে জমা দিতে হয়।

  • আমার আম্মু নোয়াখালি থেকে ভোটার হওয়া এখন লালামনিরহাটে থাকে এখন কি এই ভাতা পাবে? আম্মুর বাবার বাড়ি লালমনিরহাট

  • নোয়াখালি হতে যোগাযোগ করে স্থানান্তর করতে হবে অথবা ঐটি বাতিল করে নতুন ভোটার স্থল লালমনিরহাটে আবেদন করতে হবে।

  • ইউপি বা পৌর সভায় গিয়ে ফর্মে আবেদন করতে হবে।

  • আসসালামু আলাইকুম স্যার বিধোবা ভাতার জন্য আবেদন করতে চাই এখন কি আবেদন করা যাবে ??

  • স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়ে আবেদন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *