পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

যে যে প্রকার অবসরের ক্ষেত্রে অবসর উত্তর ছুটি প্রাপ্য নয়।

গণকর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এর অধীনে অবসর গ্রহণকারী কর্মচারীগণ উক্ত আইনের ৭ ধারার অধীনে অবসর উত্তর ছুটি প্রাপ্য। নিম্নোক্ত প্রকার অবসর উক্ত আইনের আওতাধীন অবসর না হওয়ায় নিম্নোক্ত প্রকার অবসরের ক্ষেত্রে অবসর-উত্তর ছুটি প্রাপ্য নয়:-

(ক) অক্ষমতাজণিত অবসরগ্রহণের ক্ষেত্রে;

(খ) পদ বিলুপ্তির কারণে অবসরগ্রহণের ক্ষেত্রে; এবং

(গ) সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ এর অধীনে শাস্তিস্বরূপ বাধ্যতামূলক অবসরদানের ক্ষেত্রে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *