গণকর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এর অধীনে অবসর গ্রহণকারী কর্মচারীগণ উক্ত আইনের ৭ ধারার অধীনে অবসর উত্তর ছুটি প্রাপ্য। নিম্নোক্ত প্রকার অবসর উক্ত আইনের আওতাধীন অবসর না হওয়ায় নিম্নোক্ত প্রকার অবসরের ক্ষেত্রে অবসর-উত্তর ছুটি প্রাপ্য নয়:-
(ক) অক্ষমতাজণিত অবসরগ্রহণের ক্ষেত্রে;
- GPF Interest or Profit 2025। ফত’ওয়া বিভাগের মতে জিপিএফ এ প্রদত্ত অতিরিক্ত অর্থ কি সুদ?
- GPF টাকা বন্টনের নিয়ম ২০২৫ । জিপিএফ অর্থ রেখে মারা গেলে যে ব্যক্তিগণ উহা প্রাপ্য হবে।
- GPF Advance For Personal Purpose 2025 । যে সকল উদ্দেশ্যে ভবিষ্য তহবিল হতে অগ্রিম গ্রহণ করা যায়
- মাস্টাররোলে নিয়োগ ২০২৫। সরকারি আর্থিক প্রতিষ্ঠানে মাস্টাররোলে নিয়োগ কি বন্ধ?
- সরকারি মেডিকেল ছুটির নিয়ম ২০২৫ । অর্ধ গড় বেতনে ছুটির ক্ষেত্রে মূল বেতন অর্ধেক পাবেন
(খ) পদ বিলুপ্তির কারণে অবসরগ্রহণের ক্ষেত্রে; এবং
(গ) সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ এর অধীনে শাস্তিস্বরূপ বাধ্যতামূলক অবসরদানের ক্ষেত্রে।