ব্যক্তিগত বিভিন্ন কারণে সরকারি কর্মচারিগণ জিপিএফ হতে অর্থ উত্তোলন করেন। সাধারণত যে সকল উদ্দেশ্যে ভবিষ্য তহবিল হতে অগ্রিম গ্রহণ করা হয় আজ সে বিষয়েই জানবো। সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯ এর ১৩ (২) বিধিতে এই সম্পর্কিত বিধান লিপিবদ্ধ আছে তাহা নিম্নে বর্ণিত হইল : বিধি-১৩ (২) : অগ্রিমের উদ্দেশ্য : আবেদনকারীর বিশেষ অর্থিক অবস্থা বিবেচনায় অগ্রিম মঞ্জুরীর যৌক্তিকতা সম্পর্কে মঞ্জুরকারী কতৃপক্ষ না হইলে কোনাে অগ্রিম মঞ্জুর করা যাইবে না। তবে বিশেষ অবস্থা বিবেচনায় মঞ্জুরকৃত অগ্রিম অবশ্যই নিম্নোক্ত উদ্দেশ্যে ব্যয়িত হইতে হইবে।
(এ) আবেদনকারী নিজের বা তাহার উপর প্রকৃতপক্ষে নির্ভরশীল কোন ব্যক্তিকে দীর্ঘ ও ব্যয়বহুল চিকিৎসার জন্য;
(বি) আবেদনকারী নিজের অথবা তাহার উপর প্রকৃতপক্ষে নির্ভরশীল কোনাে ব্যক্তির চিকিৎসা বা শিক্ষার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের ব্যয় নির্বাহের জন্য;
(সি) বিবাহ, অন্তেষ্টিক্রিয়া অথবা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানাদিতে তাহার মর্যাদার সহিত সামঞ্জস্যপূর্ণ অনুসারে অবশ্য পালনীয় ব্যয় নির্বাহের উদ্দশ্যে;
(ডি) জীবন বিমার কিস্তি পরিশােধের জন্য;
(ই) বাসগৃহ নির্মাণের জন্য জমি ক্রয় বা বাসগৃহ নির্মাণ বা বাসগৃহ ক্রয় বা মেরামত অথবা এই অনুচ্ছেদে নিট উদ্দেশ্যে গৃহীত ব্যক্তিগত ঋণ পরিশােধের উদ্দেশ্যে;
(এফ) কোন মুসলমান চাঁদাদাতা কর্তৃক প্রথমবারের মত হজ্জ পালনের জন্য ব্যয়ভার বহনের উদ্দেশ্যে;
(জি) নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে কোন মুসলমান চাঁদাদাতা কর্তৃক স্ত্রীর দাবা অনুযায়ী দেনমােহরের মুলতবী দায় পরিশােধের উদ্দেশ্যে যথা :
(i) চাদাদাতা বিবাহের ব্যয়ের জন্য একবার অগ্রিম গ্রহণ করিয়া থাকেন, তা হইলে পরবর্তীতে পুনরায় দেন-মােহরানা পরিশােধের অনুমতি দেওয়া যাইবে না।
(ii) অগ্রিমের পরিমাণ উপ-বিধি-এতে বর্ণিত পরিমাণের বা দেন-মােহরানার এ পরিমাণ, এই দুইয়ের মধ্যে যাহা কম, তাহার অধিক হইবে না। তবে মােহ প্রকৃত পরিমাণের প্রমাণ চাঁদাদাতাকে দাখিল করিতে হইবে;
(iii) অগ্রিম উত্তোলনের এক মাসের মধ্যে প্রকৃত পক্ষে মােহরানার অর্থ পরিশোধ করিয়াছে কিনা তাহা দাখিল করিতে হইবে। অন্যথায় প্রদত্ত আশ্রমে এককালীন আদায়যােগ্য হইবে। (বি:দ্র: যদি বর্তমানে এককালীন জিপিএফ অর্থ ফেরত দেওয়ার কোন বিধান নেই)।
একই সাথে কয়টি অগ্রিম গ্রহণ করা যায়
সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯ এর বিধি ১৩(৪) তে এই সংক্রান্ত বিধান বর্ণিত আছে যাহা নিম্নে প্রদত্ত হইল : বিধি-১৩(৪) : বিশেষ বিবেচনায় কারণ লিপিবদ্ধকরণক্রমে চাঁদাদাতার হিসাবে হিত টাকার ৭৫% এবং অনধিক তিনটি অগ্রিম যুগপৎভাবে মঞ্জুর প্রদান করা যাইতে পারে। যে ক্ষেত্রে তিন বা ততােধিক অগ্রিমের অর্থ অনাদায়ী থাকে সেই ক্ষেত্রে সরকারের পূর্ণ অনুমতি ব্যতীত কোনাে পরবর্তী অগ্রিম প্রদান করা যাইবে না।