ঋনের বিপরীতে সাধারণত বন্ধকি জামানতের পাওয়ার অব অ্যাটর্নি (আম মোক্তার নামা) ব্যাংকের নিকট জমা রাখার বিধান রয়েছে। সেটা মানতে হবে না সরকারি গৃহ নির্মাণ ঋণের ক্ষেত্রে এমণ সিদ্ধান্ত নিয়েছে ঋণ প্রদান সংক্রান্ত ওয়ার্কিং কমিটি।
- সম্প্রতি অনুষ্ঠিত সভায় এমণ সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক-কে চিঠি দেওয়া হয়েছে।
- পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হতো যাতে জামানতকৃত সম্পত্তি বিক্রি করে ব্যাংক টাকা উসুল করতে পারে। এটা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এ আইন হতে রেহাই দেওয়া হচ্ছে।
বিস্তারিত জানতে মূল সূত্রটি পড়তে পারেন: বাংলাদেশ টু ডে ডট নেট
গৃহঋণের অপেক্ষায় আছি । গৃহঋণ কবে থেকে চালু হবে দয়া করে জানাবেন ।।