GPF Approval Authority 2025 । সরকারি জিপিএফ, গৃহ নির্মাণ অগ্রিম মঞ্জুরকারী কর্তৃপক্ষ কে?
সরকারি কর্মচারীদের অগ্রিম মঞ্জুরকারী কর্তৃপক্ষ কে এটা নিয়ে প্রায়ই আমরা দ্বিধাদন্ধে থাকি। গৃহ নির্মাণ অগ্রিম ও বিশেষ বিবেচনায় অগ্রিম-GPF Approval Authority 2025
১। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে বিভাগীয় প্রধান।
২। বিভাগীয় প্রধানের ক্ষেত্রে সরকার
৩। নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে অফিস প্রধানের নিম্ন পদস্থ কোন কর্মকর্তা অগ্রিম গ্রহণকারী কর্মচারীর নিয়োগকারী কর্তৃপক্ষ হলে অফিস প্রধান। অফিস প্রধান নিয়োগকারী কর্তৃপক্ষ হলে বিভাগীয় প্রধান।
- GPF Calculation by AG Office 2025 । এজি অফিস যে সূত্রগুলো ব্যবহার করে জিপিএফ মুনাফা নির্ণয় করে?
- Bank Officer Loan Ceiling 2025 । ব্যাংক কর্মকর্তাদের গৃহ নির্মাণ ঋণ সিলিং ১ কোটি ২৫ লক্ষ টাকা?
- Interest Free Govt. Loan 2025 । বিনা সুদে ৩০ লক্ষ টাকা ঋণ সুবিধা চান সরকারি কর্মচারীরা?
- অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা ২০২৫ । একজন প্রবাসী শুল্ক ছাড়া বছরে সর্বোচ্চ ২টি মোবাইল আনতে পারবে?
- Desertion Pension For Govt. Staff 2025 । নিখোঁজ কর্মচারীর পেনশন কখন করা হয়?
অফেরতযোগ্য অগ্রিম
১। গেজেটেড ও নন-গেজেটেড উভয়ের জন্য বিভাগীয় প্রধান।
২। বিভাগীয় প্রধানের ক্ষেত্রে সরকার।
অন্যান্য অগ্রিম
১। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে বিভাগীয় প্রধান।
২। বিভাগীয় প্রধানের ক্ষেত্রে সরকার।
৩। নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে -নিয়োগকারী কর্তৃপক্ষ।
[বিধি-১৩(১), জিপিএফ বিধিমালা, ৭৯]
**তহবিলে সঞ্চিত অর্থের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে যে মাসে অগ্রিম মঞ্জুর করা হবে তার পূর্ববর্তী ৩ মাসের জমাকৃত চাঁদা হিসাবে ধরা যাবে না। [বিধি-১৩(৭), জিপিএফ বিধিমালা, ১৯৭৯]
সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯ [বাংলা ও ইংলিশ ভার্সন)