সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ে ভূয়া প্রমাণিত!

এ কার্যালয় থেকে নিবন্ধন সনদ যাচাই করে জাল প্রতীয়মান হওয়ায় উক্ত সনদটি জাল মর্মে প্রতিবেদন প্রেরণ করা হয়।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থ তলা)

৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০

ইমেইল: office@ntrca.gov.bd

স্মারক নম্বর: ৩৭.০৫.০০০০.০১০.০৯.০০১.২০.৪০১; তারিখ: ২৪ মে, ২০২১ খ্রি:

বিষয়: শিক্ষক নিবন্ধন সনদ যাচাই।

সূত্র: তার ২৮.০৪.২০২১ খ্রি: তারিখের আবেদন।

উপর্যুক্ত বিষয়ে তার সূত্রস্থ আবেদনের প্রেক্ষিতে এ কার্যালয়ে সংরক্ষিত ২০০৬ সালের ২য় শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল যাচাইয়ান্তে দেখা যায়, তিনি যে রোল নম্বর উল্লেখ করেছেন সেটি তার নয। তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সে প্রতিষ্ঠানের অধ্যক্ষ গত ০২ নভেম্বর, ২০২০ খ্রি: তারিখে তার শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের জন্য এ কার্যালয়ে পত্র প্রেরণ করেন। তদানুযায়ী এ কার্যালয় থেকে নিবন্ধন সনদ যাচাই করে জাল প্রতীয়মান হওয়ায় উক্ত সনদটি জাল মর্মে প্রতিবেদন প্রেরণ করা হয় (কপি সংযুক্ত)

এমতাবস্থায়, যেহেতু তার নিবন্ধন সনদ জাল সেহেতু ফলাফলে তার নাম থাকার কোন অবকাশ নেই এবং ওয়েবসাইটেও তার নাম প্রকাশ করার কোন সুযোগ নেই।

বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।

বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।

সংযুক্তি: বর্ণনা মতে ০১ (এক) পাতা।

(ফিরোজ আহমেদ)

সহকারী পরিচালক (পমুপ্র-১)

০২-৫৫১৩৮৫০৮

শিক্ষক নিবন্ধন সনদ যাচাই সংক্রান্ত পত্র: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *